অরিন্দম সেন, রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার মানেই  পাহাড়ের পা ছোঁয়া সবুজ । জঙ্গল। আরণ্যক প্রকৃতি । আর বন্য জন্তুদের চারণক্ষেত্র। আলিপুরদুয়ারে লোকালয়ে তাই বন্য জন্তুদের ঢুকে পড়া খুব বিরল ঘটনা নয়। যেমনটা ঘটল মঙ্গলবার।  বাইসনের আতঙ্কে কাঁপছে হাসিমারা।  শুধু বাইসনের দাপাদাপিই নয়, বাইসনের হামলায় প্রাণও গিয়েছে ১ জনের। 


 জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত নীলপাড়া রেঞ্জের জঙ্গল। সেখান থেকে লোকালয়ে বেরিয়ে পড়ে একটি পূর্ণবয়স্ক বাইসন। হাসিমারার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দিব্য ঘুরে বেড়াচ্ছিল সে। ভাব গতিক এমন , কুছ পরোয়া নেহি ! এদিকে স্থানীয় লোকজনের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। সাধারণত জঙ্গল থেকে দলছুট হয়ে কোনও প্রাণি যদি লোকালয়ে ঢুকে পড়ে, তাহলে তাকে না বিরক্ত করারই পরামর্শ দেয় বনদফতর। বরং উচিত বন দফতরের কর্মীদের জন্য অপেক্ষা করা। কেউ বিরক্ত করলে যে কোনও বন্যপ্রাণিরই ক্ষেপে ওঠার আশঙ্কা থাকে। কিন্তু এখানে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাইসনকে তাড়ানোর চেষ্টা করে। 


ব্যস আর যায় কোথায়। বাইসন যায় ক্ষেপে। ছুটে এসে  শিং দিয়ে তুলে ফেলে এক ব্যক্তিকে। তারপর সপাটে আছাড় ! যদিও প্রাণে বেঁচে যায় ওই ব্যক্তি।  খবর পেয়ে সেখানে রওনা দেয় নীলপাড়া রেঞ্জ কর্মীদের দল এবং র‍্যাপিড রেসপন্স টিম।  বনকর্মীরা এসে শান্ত করার চেষ্টা করে বাইসনটিকে। এরপর বাইসনটিকে উদ্ধার করে জঙ্গলে পাঠাতে সক্ষম হয় বনদফতর। জলদাপাড়ার ডিএফও পারভিন কাসওয়ান জানান, লোকালয়ে চলে আসা বাইসনটিকে উক্তত্য করা হয়েছিল। তার ফলেই আক্রমণ চালিয়েছে। যদিও তাকে শান্ত করে সুস্থ অবস্থায় জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। 


বনদফতরের এক কর্মীর দাবি, বাইসনটি ছোটাছুটি করতে করতে একটি ড্রেনে চলে যায় । তাই জেসিবি ব্যবহার করে ড্রেনটি প্রশস্ত করা হয়, , তারপর বাইসন টিকে ঘুম পাড়িয়ে উদ্ধার করা হয়।  চিকিৎসার পর বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে দাবি। বাইসনের হানায়  স্থানীয় যে বাসিন্দা জখম হয়েছেন, তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।  বন  কর্মীদের দাবি, জলদাপাড়াতে বাইসনের সংখ্যা বেড়ে যাওয়ায় মাঝেই মাঝেই লোকালয়ে চলে যাচ্ছে বাইসন। 


আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।