আলিপুরদুয়ার: সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে (Panchayat Elections 2023)। এগিয়ে আসছে ২০২৪-এ লোকসভা নির্বাচনও। তার আগে আলিপুরদুয়ারে গিয়ে নির্বাচনী সুর বেঁধে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন্দ্রের বিজেপি (BJP) তথা নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি। নির্বাচনের আগে হিন্দুত্বের নামে, বালাকোটের নামে ভোট চাওয়া নেতাদের পরে আর দেখা যায় না বলে তোপ দাগলেন তিনি।
বাংলার প্রাপ্য বকেয়া টাকা আটকে রাখা নিয়েই মূলত সরব হন অভিষেক
শনিবার আলিপুরদুয়ারে প্রকাশ্য সভা থেকে কেন্দ্র এবং বিজেপি-কে নিশানা করেন অভিষেক। ১০০ দিনের কাজ সমেত বাংলার প্রাপ্য বকেয়া টাকা আটকে রাখা নিয়েই মূলত সরব হন অভিষেক। প্রকাশ্য সভায় তিনি বলেন, "গণতন্ত্রে মানুষই গণদেবতা। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কোনও রাজনৈতিক দলেরই কোনও ক্ষমতা নেই। ২০১৪ সালে এই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে তৃণমূলকে জিতিয়েছিলেন। ২০১৯ সালে ভোট দিয়েছিলেন বিজেপি-কে। দেখুন তার পর থেকেই মানুষের টাকা বন্ধ। তৃণমূলকে ভোট দিলে বাংলার মায়েরা, ভায়েরা শক্তিশালী হবেন। আর বিজেপি-কে ভোট দিলে শক্তিশালী হবেন বহিরাগতরা। মমতা বন্দ্যোপাধ্য়ায় মাসে ১ হাজার টাকা দিচ্ছেন। আর আধার-প্যান লিঙ্ক করিয়ে মোদিবাবু নিয়ে নিচ্ছেন সেই টাকা।"
এ দিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন অভিষেক। বলেন, "২০১৯-এ এসে বলেছিলেন, প্রত্যেকটি ভোট সরাসরি মোদির কাছে পৌঁছচ্ছে। বুঝুন ঠ্যালা এ বার! খাল কেটে কুমির এনেছেন। এখন ভাল লাগছে তো! বালাকোটের নামে, হিন্দু-মুসলিমের নামে ভোট দেবেন! ভোট দিলে অধিকারের নামে, কর্মসংস্থানের নামে, উন্নয়নের নামে দিতে হবে। নিজের স্বার্থে ভোট দেবেন, ২৪ ঘণ্টা যাঁকে পাশে পান তাঁর স্বার্থে ভোট দেবেন।"
মোদিকে নিশানা করে অভিষেক আরও বলেন, "জাতি, বর্গ, বর্ণের নামে ভোট! 'বালাকোট করেছি ভোট চাই'। 'হিন্দুরা বিপদে ভোট চাই'! এত দিন ভারতে হিন্দুরা বিপদে ছিল না? উনি হিন্দু ধর্মের ধারক বাহক? কী করেছেন হিন্দুদের জন্য? ২০২১-এর পর চোখে দেখেছেন? দু'বছর তো হয়ে গেল! আপনার সুখে অথবা দুঃখে তৃণমূলকে পাবেন না হয়ত, কিন্তু বিপদেআপদে এবং প্রয়োজনে অবশ্যই পাবেন। লোকসভা হোক পঞ্চায়েত নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, অধিকারকে মাথায় রেখে ভোট দেবেন। লক্ষ্মীর ভাণ্ডার, ১০০ দিনের কাজের টাকা যাতে না আটকায়, তার জন্য ভোট দেবেন।"
আগামী দিনে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন অভিষেক
২০১৪-র প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, "এরা বলেছিল, অচ্ছে দিন আসবে! সর্ষের তেল কিনছেন ২০০ টাকা দিয়ে। বাজারে জয় শ্রীরাম বললে বিনামূল্যে তেল পান? খুব তো জয় শ্রীরাম বলে ভোট চেয়েছিল! যদি পান, বিজেপি-কে ভোট দিন। আপত্তি নেই আমার। রান্নার গ্যাস কিনছেন ১২০০ টাকা দিয়ে। পেট্রোল-ডিজেল ১০০ টাকায়। আপনাকে-আমাকে কিনতে হয়। বিনামূল্যে পান বিজেপি-র নেতারা। নিজের কথা ভাবুন। আপনার টাকা বন্ধ করে রেখেছে। কাজ করে বসে রয়েছেন, টাকা পাচ্ছেন না।" বকেয়া টাকা ফিরিয়ে আনতে আগামী দিনে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও এ দিন দেন অভিষেক।