প্রকাশ সিন্হা, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mandal) সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি (ED)। সূত্রের খবর, ১২টি অ্যাকাউন্টের মধ্যে তাপসের ব্যক্তিগত ও শিক্ষক সংগঠনের অ্যাকাউন্ট ছাড়াও রয়েছে ৬টি বেসরকারি কলেজের অ্যাকাউন্ট (Account)। সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চিঠি পাঠিয়ে ওই অ্যাকাউন্টগুলি থেকে যাবতীয় লেনদেন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি (ED)। কোনও টাকা বের করা যাবে না। পাশাপাশি, তাপস মণ্ডলের আরও কোনও  অ্যাকাউন্ট রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। 


'কালীঘাটের কাকু' থেকে হৈমন্তি, নিয়োগ দুর্নীতিতে কম জল গড়ায়নি। একের পর এক শাসকদলের হেভিওয়েটদের নাম জড়িয়েছে। গ্রেফতার হওয়াদের সংখ্যাটা নেহাৎ কম নয়। তার উপর তাপস মন্ডল গ্রেফতার হওয়ার আগে অবধি এবং গ্রেফতারির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজত ইস্যু নিয়েও কম জলঘোলা হয়নি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপস মন্ডলকে গ্রেফতারির আগে ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সে। আর বেরোনোর পরেই সেদিন এবিপি আনন্দকে দিয়েছিলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকার। যেখান থেকে অনেকগুলি কথা উঠে এসেছে। সেই সাক্ষাৎকারেই তিনি দাবি করেছিলেন, 'আমার ভুল হয়েছে।'


নীলাদ্রি কে ? নীলাদ্রির পরিচয়টা কী ? প্রশ্নের উত্তরে, তাপস মন্ডল বলেছিলেন ,' পরিচয় বলতে সেও একজন ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট মানে কী, তার একটা দুটো ক্যান্ডিডেট দিয়েছিল, পরবর্তীকালে সে যখন দেখছে যে, আর হবে না চাকরি বাকরি, তখন আমি বলেছিলাম যে, আমি যে টাকা পয়সা দিয়েছিলাম তুমি একটু উদ্ধার করার ব্যবস্থা করো। আমি সময় পাচ্ছি না। সাংবাদিক এরপর বলেন 'স্ত্রী দাবি করছে, নিউটাউনে দুটি ফ্ল্যাট, একটিতে নাকি আপনি অফিস চালাতেন ? ' এরপরেই তাপস মন্ডল বলেন, 'নিজের অফিস থাকতে আমি ওর ওখানে অফিস চালাতে যাবো কেন, এই সব প্রশ্ন আসছে কেন ? অনেকে অনেককিছুই বলবে, তার উত্তর আমি তদন্তকারী সংস্থার কাছে দেব।' 


আরও পড়ুন, ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বুথের বাইরে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ


কুন্তল ঘোষের কাছে আপনি কত জন পাঠিয়েছিলেন, ৩২৫ জন ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, তাপস মন্ডল বলেন , 'আপনাদের কাছে রিপোর্ট আছে।' এই ৩২৫ জনকে পাঠালেন, এটা আপনার কখনও মনে হয়নি, এটা ভুল , অন্যায় কাজ ? প্রশ্নের উত্তরে এবার খানিকটা নরম সুরে তার সংযোজন, 'আমি তো স্বীকার করছি, এটা আমার ভুল হয়েছে।'