কলকাতা: মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল শিলিগুড়িতে। সেখানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত স্কুল পড়ুয়াদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, পড়ুয়াদের অভিযোগ, তাদের বাসি বিরিয়ানি দেওয়া হয়েছিল।


শিলিগুড়ি শিক্ষা জেলার ১২টি স্কুলের ১০৪০ জন পড়ুয়াকে আনা হয়েছিল। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে পড়ুয়াদের একত্রিত করে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘটে বিপত্তি। প্যাকেট খুলতেই পচা গন্ধ বেরোতে থাকে বলে দাবি। না খেয়েই মুখ্যমন্ত্রীর সভায় পৌঁছায় তারা। 


শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা। ওই সভায় আমন্ত্রিত ছিল শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। সেই কারণে সকাল থেকে সংশ্লিষ্ট স্কুলগুলোতে দুপুরের খাবার পৌঁছে যায় প্রশাসনিক উদ্যোগে। কিন্তু সেই খাবার নষ্ট ছিল, ফলে খাবার ফেলে দেন পড়ুয়ারা। খিদে পেটেই মমতার সভায় উপস্থিত হয় ওই শিক্ষার্থীরা।


আরও পড়ুন, স্বাস্থ্যসাথী কার্ডে বাড়ল পরীক্ষা-নিরীক্ষার খরচসীমা! কী কী অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে এবার?


মমতা সভামঞ্চ থেকে এদিন পড়ূয়াদের জিজ্ঞেসও করেন যে তাঁরা কিছু খেয়ে এসেছেন কি না! উত্তরে পড়ুয়ারা জানান যে না।  পড়ুয়াদের উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, ‘‘খিদে পেয়েছে?’’ মঞ্চের সামনের দিকে বসে থাকা পড়ুয়ারা একযোগে বলে ওঠে ‘‘হ্যাঁ।’’ এরপর তাদের খাবারের প্যাকেট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।                                                                                                    


এদিকে, এই ঘটনা তাঁর অজানা বলে জানান শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা পুর নিগমের মেয়র গৌতম দেব। যদিও শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দাবি, এরকম কোনও ঘটনা ঘটেনি। ঠিকঠাক খাবারই দেওয়া হয়েছিল।