সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, কলকাতা: ১০০ দিনের কাজে (100 Days Work) কারচুপির অভিযোগে এবার হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজে কারচুপির অভিযোগে মামলা। কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দু অধিকারীর। জনসংখ্যার চেয়ে বেশি জব কার্ড, তথ্যে কারচুপির অভিযোগে জনস্বার্থ মামলা। সিএজি-কে (CAG) দিয়ে অডিট এবং সিবিআই তদন্তের আবেদন শুভেন্দু অধিকারীর। 


১০০ দিনের কাজে কারচুপির অভিযোগে হাইকোর্টে শুভেন্দু


নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই, এবার একশো দিনের কাজেও দুর্নীতির অভিযোগ তুলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে সিবিআই (CBI) তদন্ত এবং ক্যাগ অডিটের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে এদিনই কেন্দ্রীয় সাহায্য প্রসঙ্গে, নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।


নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায়, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন শিক্ষা জগতের প্রাক্তন পদস্থ কর্তারা। সিবিআই-ইডির হাতে গ্রেফতার হয়ে এখন জেল খাটছেন অনুব্রত মণ্ডল-পার্থ চট্টোপাধ্যায়ের (Anubrata Mondal - Partha Chatterjee) মতো হেভিওয়েট রাজনীতিবিদরাও!


এরই মধ্যে এবার ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এলাকায় জনসংখ্যার চেয়ে বেশি জব কার্ড, টেন্ডারের ভুয়ো তথ্য পেশ, তথ্যে কারচুপির মতো বিস্ফোরক অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছেন শুভেন্দু অধিকারী।


এনিয়ে সিবিআই তদন্তের পাশাপাশি ক্যাগকে দিয়ে অডিটের আবেদনও জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, 'চুরি হবে, আর কেন্দ্র টাকা দেবে, এটা আমি হতে দেব না। আমি তথ্য দিয়েছি কীভাবে টাকা চুরি হয়েছে। টাকা না দিয়ে মোচ্ছব।' অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'টাকা দিচ্ছে না। টাকা না দিলে কী করতে হয় আমরা জানি।' তাৎপর্যপূর্ণভাবে এর আগে এদিনই কেন্দ্রীয় সাহায্য নিয়ে, নাম না করে বঙ্গ বিজেপি নেতাদের নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন: Howrah: শিশু দিবসে সরকারি স্কুলের ছোট ছোট পড়ুয়াদের উপহার স্মার্ট ক্লাস রুম


বছর ঘুরলে পঞ্চায়েত ভোট। আর গ্রামবাংলায় গরিব মানুষের আয়ের অন্যতম উৎস একশো দিনের কাজ। সেখানে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় হাইকোর্টে কী হবে? এই মামলার শুনানি হতে পারে ২১ নভেম্বর।