কলকাতা: ছোটদের দিনে খুদেদের জন্য নতুন উপহার আনল উইন্ডোড (Windows)। শিশুদিবসে মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee), নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ছবি 'হামি ২'-এর ট্রেলার। এই গল্প এক বিস্ময় বালককে নিয়ে। দুই খুদেকে নিয়ে গল্প হলেও এই ছবিতে জড়িয়ে রয়েছে বড়দের বিভিন্ন মনঃস্তত্ত্বের কথা।
লড়াই, ঝগড়া সরিয়ে রেখে, হাতে হাত ধরে হাঁটার গল্প নিয়ে আসছে 'হামি ২'। দ্বিতীয়বার দর্শকদের মন মাতাতে আসছে তিন খুদের দল। লাল্টু ও মিতালীর চরিত্রে ফের দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরীকে। তবে শুধুই বন্ধুত্বের গল্প নয়, এই ছবি এক মধ্যবিত্ত পরিবারে হঠাৎ প্রচারের আলোয় উঠে আসা, টাকা কীভাবে বদলে দেয় সম্পর্কের সমীকরণ, সবই তুলে ধরা হয়েছে ছবিতে। কিন্তু খুদেরা? তারা এত জটিল বিষয় বোঝে না। তাদের ভাঁড়ারে যা থাকে, তা কেবলই ভালবাসা, বন্ধুত্ব। সেই গল্পই ফুটিয়ে তোলা হবে 'হামি ২' -তে।
আরও পড়ুন: Khela Jokhon Trailer: ট্রেলারেই অ্যাকশনের ঝলক, অর্জুন-মিমির জুটির অন্য সমীকরণ দেখা যাবে 'খেলা যখন'-এ
এই ছবিতে দ্বিতীয়বার উইন্ডোজ-এর ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। একটি টেলিভিশন শো-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই প্রথমবার উইন্জোজের সঙ্গে কাজ করেছেন অঞ্জন দত্ত (Anjan Dutta)। ট্রেলারে দেখা গেল তাঁদের চরিত্রের ঝলকও।
আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। মঞ্চে হাজির ছিলেন প্রসেনজিৎও। খুদেদের নাচে, খেলায়, গানে মেতে ওঠে মঞ্চ। 'হামি ২'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান জমজমাট।