কলকাতা: অ্যাডিনো-আতঙ্কের (Adenovirus) মধ্যেই নিউমোনিয়ার মারণ-থাবা। বি সি রায় হাসপাতালে ফের এক শিশুর মৃত্যু হল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১১৩ জন শিশুর। 


অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের মৃত্যু: ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে অ্য়াডিনো ভাইরাস।  প্রাণ যাচ্ছে শিশুদের। খালি হচ্ছে মা-বাবার কোল। জ্বর-সর্দি-কাশি হওয়ায়, বালির বাসিন্দা ৫ বছরের শিশুকন্যাকে গত শুক্রবার উলুবেড়িয়ার নার্সিংহোমে ভর্তি করা হয়। বুকে কফ বসে যায়। রবিবার বি সি রায় হাসপাতালে স্থানান্তরিত করা ওই শিশুকন্যাকে। আজ সকালে তার মৃত্যু হয়। 


শুধুমাত্র রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত, মৃত্যু হয়েছে ৭ শিশুর।বি সি রায় শিশু হাসপাতাল, কলকাতা মেডিক্য়াল কলেজ ও ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে এই শিশুদের মৃত্য়ু হয়েছে। বেসরকারি মতে, এখনও পর্যন্ত অ্যাডিনো ভাইরাস, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে, রাজ্যে ১১১ শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। গতকালের হিসেব অনুযায়ী, শুধুমাত্র বি সি রায় শিশু হাসপাতালেই মৃত্যু হয়েছে ৪৫ শিশুর। রবিবার রাত থেকে যে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৪ জন নিউমোনিয়া ও ২ জন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল। সোমবার সকাল ১১টা নাগাদ বি সি রায় শিশু হাসপাতালে বনগাঁর ৪ মাসের এক শিশুর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, শনিবার থেকে সে HDU-তে ভর্তি ছিল। অ্যাডিনো রিপোর্ট পজিটিভ এসেছিল।

সকাল সাড়ে ৯টা নাগাদ বি সি রায় শিশু হাসপাতালেমৃত্যু হয় উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা দেড় মাসের শিশুর। বনগাঁ থেকে রেফার করায় বি সি রায় শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় আনন্দপুর থানা এলাকার ৮ মাসের এক শিশুর।নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে।ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ১০ মাস বয়সী এক শিশুরও মৃত্যু হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, সিভিয়র নিউমোনিয়ার পাশাপাশি, অ্য়াডিনো রিপোর্ট পজিটিভ এসেছিল।


একের পর এক শিশু মৃত্যুর জেরে সরকারি হাসপাতালে শিশুরোগ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করল স্বাস্থ্য দফতর। জারি হল নির্দেশিকা। আরও একবার নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিভার ক্লিনিক। শিশুমৃত্যুর জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে সিদ্ধান্ত, জানাল স্বাস্থ্যদফতর। 


আরও পড়ুন: West Bengal: চাকরিপ্রার্থীদের অবস্থান থেকে ডিএ-র দাবিতে আন্দোলন, রাজ্য় সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা