কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ভুক্তভোগী চাকরিপ্রার্থী এবং ডিএ আন্দোলনকারীদের পাশে থাকা থেকে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী এবং আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গ্রেফতারের প্রতিবাদ। সাম্প্রতিক সময়ে নানা ইস্য়ুতে, রাজ্য় সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়েছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে বিরোধীদের জিভ কাটা ও হাত-পা-কোমর গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি।
রাজ্য় সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়েছে বিরোধীরা: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির গ্রেফতারি থেকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে জেলে আটকে রাখা, বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন থেকে সাড়া ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতির প্রতিবাদ। সম্প্রতি নানা ইস্য়ুতে তৃণমূলের বিরুদ্ধে এককাট্টা হয়েছে বিরোধীরা। আলাদা আলাদাভাবে হলেও তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তারা। কিন্তু, বিরোধী ঐক্য়ের বিষয়টি অন্য় মাত্রা পেয়েছে সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয় এবং তারপর দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মহাজোট-বার্তায়।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, রবিবারই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন মঞ্চে একসঙ্গে দেখা গেছিল কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী এবং বিজেপি নেতা রাহুল সিন্হাকে। সোমবার আবার সেই মঞ্চে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী এবং আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাহলে কি এবার নির্বাচনের মঞ্চেও একসঙ্গে দেখা যেতে পারে তৃণমূল বিরোধীদের? এদিকে, বিরোধীরা যখন বিভিন্ন ইস্য়ুতে একযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, তখন পারদ চড়ছে তৃণমূল নেতাদের হুমকি-হুঁশিয়ারির। তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি, “যদি কেউ মনে করে হুমকি তো হুমকি। কারণ মমতা মাদার টেরেসা। দ্বিতীয়বার বলুক, জিভ কেটে নেওয়া হবে। এবং হাত-পা গুঁড়িয়ে দেওয়া হবে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কত জনসমর্থন জানে না?’’ শনিবার, অধীর চৌধুরীর উদ্দেশ্য়ে ট্যুইটারে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার লেখেন, মনে রাখবেন আপনি যে রাজনীতি করছেন, আমি আপনার চামড়া ছাড়িয়ে ঢোল তৈরি করে আপনার গুরু মোদিজির সামনে ঢোল বাজাবো। তারপর, ইদ্রিশ আলির বক্তব্য সোমবার নতুন বিতর্কের জন্ম দিল।
আরও পড়ুন: Anubrata Mondal: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি