কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই অস্থায়ী কর্মী। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোলের মধ্যেই এবার পুরনো একটি অভিযোগ সামনে এল। ২০২৩ সালে এক নৃত্যশিল্পী ধর্ষণের অভিযোগ এনেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। সেই মামলায় তদন্তের রিপোর্ট জমা দিল লালবাজার। সেই নিয়ে রাজ্যপাল পদ থেকে বোসের পদত্যাগের দাবি তুলল তৃণমূল। রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূলের শিক্ষা সেল। (CV Ananda Bose)
রাজভবনের অস্থায়ী কর্মীর বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। সেই নিয়ে অস্বস্তি কাটার আগেই পুরনো মামলা ফিরে এল। ২০২৩ সালের অক্টোবর মাসে রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে অভিযোগ জানান এক নৃত্যশিল্পী। পুলিশের কাছে অভিযোগকারিণী জানান, তাঁর বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় সাহায্য়ের আশ্বাস দিয়ে তাঁকে নয়াদিল্লির একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন বোস। (Kolkata Raj Bhavan)
লালবাজার সূত্রে জানা গিয়েছে, বোসের এক আত্মীয় বিমানের টিকিট কেটে দেন তিনি। দিল্লির একটি পাঁচতারা হোটেলে ঘরও বুক করে দেওয়া হয়। রাজ্যপাল সেই সময় বঙ্গভবনে ছিলেন। নিরাপত্তারক্ষী ছাড়াই হোটেলে পৌঁছন বোস এবং সেখানে তাঁকে ধর্ষণ করেন। নবান্নে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ওই নৃত্যশিল্পী, তার পর অভিযোগ পাঠিয়ে দেওয়া হয় লালবাজারে। পুলিশ কমিশনারের নির্দেশ ডিসি পদমর্যাদার এক অফিসার প্রাথমিক তদন্ত শুরু হয়। তদন্তে নেমে অভিযোগকারিণীর বয়ান নথিবদ্ধ করা হয়, যাচাই করা হয় অভিযোগের সত্যতা এবং তার পর নবান্নে রিপোর্ট জমা দিয়েছেন পুলিশ কমিশনার।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার ৩ হাজার, ২ হাজার নাকি মাসে বাড়বে ১০০ টাকা ? BJP র রকমারি প্রতিশ্রুতিতে ধোঁয়াশা
এ নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ বলেন, "কোনও একজন বিশিষ্ট নৃত্যশিল্পী, একজন অত্যন্ত গুণী মহিলা, তিনি গুরুতর অভিযোগ করেছিলেন। সেই রিপোর্টটি প্রশাসনিক ভাবে পাঠানো হয়েছে। এ নিয়ে বিশদে কিছু বলতে পারব না। কিন্তু বার বার একই ধরনের অভিযোগ আসছে, যা উদ্বেগের।" যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, "আমি এটা নিয়ে কিছু বলব না। রাজভবনই এর সাফাই দেওয়ার পক্ষে যথেষ্ট। নির্বাচনের সময় ইস্যু নেই, মমতা যেখানে যাচ্ছেন গালি শুনছেন, তাই নির্বাচনে জেতার জন্য রাজ্যপাল এবং সন্দেশখালি নিয়ে নোংরামি করছে তৃণমূল।"
অতি সম্প্রতিই রাজভবনের অন্দর থেকে উঠে আসা শ্লীলতাহানির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। সেই আবহেই পুরনো অভিযোগের তদন্ত রিপোর্ট জমা পড়ব। এমনিতে সাংবিধানিক পদে আসীন রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি নেই সংবিধানে। তাই শ্লীলতাহানির অভিযোগেও বোসের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি লালবাজার। পুরনো মামলাটিতে রাজ্যপালের যে আত্মীয়ের কথা উল্লেখ করেছেন অভিযোগকারিণী, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা যায় কি না, আলোচনা চলছে। সেই আবহেই রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূলের শিক্ষা সেল। শুক্রবার রাজভবন অভিযান তাদের। রাজ্যপালের পদত্যাগের দাবি তুলছে তারা।