হাওড়া: আনিস খান হত্যাকাণ্ডে (Anis Khan Death) সিটের (SIT) তদন্তে অনাস্থা জানিয়ে, আরও একবার সিবিআই (CBI) তদন্তের দাবি জানাল পরিবার। পথে নেমে প্রতিবাদ জানিয়ে, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়েছে কংগ্রেসও (Congress)। পাড়ায়-বাড়িতে গন্ডগোল হলেও সিবিআই চাওয়া হচ্ছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।


সিট তদন্তে আস্থা নেই আনিসের পরিবারের


আনিসের বাবা সালেম খানের বক্তব্য, “রামপুরহাটে সিবিআই দিয়ে দিল, আমার ছেলের ক্ষেত্রে হল না, আর ধৈর্য ধরতে পারছি না,  আদালতের নজরদারিতে সিবিআই চাই।”


আমতার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর পর একমাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু কী ভাবে মৃত্যু হল আনিসের, তা এখনও স্পষ্ট নয়। তাই প্রশ্ন উঠছে, ঘটনার নেপথ্যে কারা জড়িত? তাদের কি চিহ্নিত করতে পেরেছে সিট? এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ার বাদে আর কাউকে কেন ধরল না সিট?


আরও পড়ুন: Rampurhat Fire: এ বার নিহতের আত্মীয় মিহিলালকে তলব গোয়েন্দাদের, সোমবার জিজ্ঞাসাবাদ


তার মধ্যেই রবিবার ফের আনিসের পরিবার সিটের তদন্তে অনাস্থা প্রকাশ করেছে। এ দিন সালেম বলেন, “গতকাল সিট এসেছিল। বাড়ি মাপামাপি করে। ওর বলছে আমাকে নার্কো টেস্ট করাতে হবে। আমি বলেছি করব না।” নার্কো টেস্ট-এর নামে তাঁকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও দাবি করেন সালেম।


এ নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম-এর (CPM) রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তাঁর কথায়, “নার্কো টেস্টের কেন বিষয় উঠে আসবে? যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রে হবে! পরিবার বা বাবা কি দোষী সাব্যস্ত হয়েছে!”


আনিসের পরিবারের পাশে কংগ্রেসও


আনিসের পরিবারের পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবিতে পথে নেমেছে কংগ্রেস। আমতা থেকে ধর্মতলা অবধি ৩ দিনের পদযাত্রা শেষ হওয়ার পরে এই নিয়ে সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি বলেন, “আমাদের দাবি সিবিআই করতে হবে। কোনও বিচারপতির পর্যবেক্ষণে সিবিআই হোক, দিল্লিতে এই আন্দোলন নিয়ে যাব।”


এ নিয়ে শিলিগুড়ি থেকে রবিবারই বিরোধীদের নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আজ পাড়ায়-বাড়িতে গন্ডগোল হলেও বলছে সিবিআই চাই। আর কত নীচে নামবে? যারা সবসময় পাশে থাকে তাদের বিশ্বাস নেই? ঘটনা ঘটলে অ্যাকশন নিতে হবে, এটা করতে পারছি কিনা সেটা বলুন। যে সারাক্ষণ করছে তার কোনও মূল্য নেই?”


এ দিন আনিসের বাড়ির কাছেই প্রতিবাদ সভাও হয়। সেখানে সুটিয়ার নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস, সমাজকর্মী মীরাতুন নাহার, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র-সহ অনেকে যোগ দেন।