প্রবীর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, কলকাতা : ১৭ দিনের মাথায় অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতিকে শুক্রবার সন্ধেয় এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে বেরিয়ে আপাতত তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে গিয়েছেন। চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। জানা গিয়েছে, চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে যেতে বলেছেন চিকিৎসকরা।


শুক্রবার সন্ধে ৮ টা নাগাদ এসএসকেএম থেকে ছাড়া পেয়ে চিনার পার্কের ফ্ল্যাটের উদ্দেশে রওনা দেন অনুব্রত মণ্ডল। লাল পাঞ্জাবী চাপানো অনুব্রতকে হাসপাতাল থেকে বেরোনোর আধ ঘণ্টার মধ্যেই পুলিশি কনভয়ের সাহায্য়ে পৌঁছে যান তাঁর চিনার পার্কের ফ্ল্যাটের। আজ সন্ধে থেকেই বাগুইহাটি থানার পক্ষ থেকে চিনার পার্কে অনুব্রত মণ্ডলের ফ্ল্যাটের বাইরে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।


অনুব্রত-র শারীরিক অবস্থা


প্রসঙ্গত, গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগের দিন বোলপুর থেকে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত। গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। যেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। সুগার, প্রেশার, সিওপিডি, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা ছিল তাঁর। আপাতত অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়াতেই তাঁকে ছাড়ার সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। দিন দুয়েক আগেই অনুব্রত-র হৃদপিণ্ডের বিশেষ পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল রামরিক হাসপাতালে। যেখানে সিটি অ্যাঞ্জিওগ্রাম করানো হয়েছিল তাঁর। যে রিপোর্ট আশাব্যঞ্জক এসেছে বলেই জানা যাচ্ছে।


নজর সিবিআইয়ের পদক্ষেপে


প্রসঙ্গত, হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পর সবার নজর আপাতত সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে। আগেও বেশ কয়েকবার সিবিআই হাজিরায় 'অসুস্থতার' কারণে যেতে পারেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএমে ভর্তি হওয়ার পর তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, অসুস্থতা সারিয়ে উঠলেই সিবিআই-য়ের তদন্তে প্রয়োজনীয় সব সহযোগিতা করবেন তিনি। মাঝে অনুব্রত মণ্ডল হাসপাতালে থাকার সময় সিবিআই-এর তরফেও কোনও পদক্ষেপ করা হয়নি। এবার তিনি ছাড়া পাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তৃণমূল নেতাকে নতুন করে তলব করা হয় কি না, সেটাই দেখার।


আরও পড়ুন- উডবার্ন কি হাসপাতাল, না কয়েদিদের আশ্রয়খানা? ফের বিস্ফোরক কুণাল, নিশানায় রাজ্যের মন্ত্রী