Anubrata Mandal Case Updates : সি-প্যাপের মাধ্যমে অক্সিজেন অনুব্রতকে
Cow Smuggling Case Live : সিবিআইয়ের পঞ্চমবার তলব। চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসএসকেএম-এ যান অনুব্রত মণ্ডল। তাঁকে নিয়ে যাওয়া হয় উডবার্ন ব্লকে।
LIVE
Background
কলকাতা : গরুপাচার মামলায় (Cow Smuggling Case) আজ নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই দফতরে (CBI Office) তলব অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। চিনার পার্কে নিজের বাড়ি থেকে বেরিয়েছেন অনুব্রত। সিবিআই সূত্রে খবর, অ্যাডিশনাল এসপি-র নেতৃত্বে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবে ৫ সদস্যের দল। দলে রয়েছেন গরুপাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা। সামগ্রিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর। অনুব্রত মণ্ডলের হাজিরার সম্ভাবনায় নিজাম প্যালেসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
গরুপাচার মামলায় এর আগে সিবিআই চারবার তলব করে অনুব্রত মণ্ডলকে। কিন্তু শারীরিক সমস্যা ও একাধিক অসুবিধার কথা বলে হাজিরা এড়ান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সিবিআইয়ের দাবি, গরুপাচার মামলার তদন্তে অনুব্রতর নাম উঠে এসেছে। গরুপাচারে তাঁর যোগ রয়েছে কিনা, আর্থিক লেনদেন কীভাবে হত, তা নিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হবে। খবর সিবিআই সূত্রে।
সিবিআইয়ের তলবের মাঝেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল জেলা সভাপতি। কিন্তু সিঙ্গল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখায় সিবিআই পঞ্চমবার নোটিস পাঠায় অনুব্রত মণ্ডলকে। তার প্রেক্ষিতে আজ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সম্ভাবনা অনুব্রতর।
Anubrata Mandal Case Updates: উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে অনুব্রতর
এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে অনুব্রত মন্ডলের।
Anubrata Mandal Case Updates : তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা: সেলিম
অনুব্রত তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, সরব সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
Anubrata Mandal Case Updates : অনুব্রতকে কটাক্ষ করে গান বিজেপি বিধায়কদের
গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের কাছে গেলেন না অনুব্রত মণ্ডল। আর এনিয়েই কটাক্ষ করে গান গাইলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক।
Anubrata Mandal Case Updates: রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত
রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা। মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ভাবনা, খবর হাসপাতাল সূত্রে।
Anubrata Mandal Case Updates : অনব্রতকে সি-প্যাপের মাধ্যমে অক্সিজেন
অনুব্রতর ইসিজি, ইকো কার্ডিওগ্রাফি হয়েছে, হাসপাতাল সূত্রে খবর। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় অক্সিজেন দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। সি প্যাপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে।