ঝিলম করঞ্জাই ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: আপাতত কিছুটা উন্নতি হয়েছে স্বাস্থ্যের। কিন্তু এখনই হাসপাতাল থেকে ছাড়া পাবেন না অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। আপাতত এসএসকেএম-এই থাকবেন তিনি। এমনই জানা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে। এদিন অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সিবিআইয়ের গোয়েন্দা।
নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। আগের দিনই এসে গিয়েছিলেন কলকাতায়। কিন্তু বাড়ি থেকে বেরলেও নিজাম প্যালেসে যাননি অনুব্রত। তার বদলে তাঁর গাড়ি পৌঁছেছিল SSKM হাসপাতালে। একাধিক শারীরিক সমস্যা রয়েছে বলে জানিয়ে বুধবার থেকে সেখানেই ভর্তি অনুব্রত মণ্ডল। সুপার স্পেশালিটি এই সরকারি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর রুমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসার জন্য তৈরি হয়েছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। বৃহস্পতিবার, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজ নিতে SSKM হাসপাতালে আসেন সিবিআইয়ের এক আধিকারিক।
খোঁজ নিচ্ছে সিবিআই:
এদিনই আসানসোলে বিশেষ সিবিআই আদালতে একটি আবেদন জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, বেশ কিছু আবেদন রয়েছে তাতে। SSKM হাসপাতালে অনুব্রত মণ্ডলের জন্য যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তাতে কত জন চিকিৎসক রয়েছেন? কী ধরনের চিকিৎসা চলছে? এই মুহূর্তে তৃণমূল নেতার শারীরিক অবস্থা কেমন রয়েছে? এসব জানতেই আবেদন করা হয়েছে। অনুব্রত মণ্ডলের চিকিৎসা সংক্রান্ত সমস্ত মেডিক্যাল রিপোর্ট যাতে SSKM কর্তৃপক্ষ দেয়, আদালতের কাছে তার অনুমতিও চেয়েছে CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, বুধবারের সার্বিক ঘটনা নিয়ে রাতেই রিপোর্ট পাঠানো হয়েছিল দিল্লিতে সিবিআইযের সদর দফতরে। অনুব্রত মণ্ডলের দেওয়া চিঠির প্রতিলিপিও পাঠানো হয়। তারপরই এদিন তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য-সহ তিন CBI আদালতে যান। অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পরই সিবিআই পরবর্তী পদক্ষেপ করবে বলে সূত্রের খবর।
কেমন আছেন অনুব্রত?
বৃহস্পতিবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতির শারীরিক অবস্থা কেমন জানতে এদিন কয়েক দফায় একাধিক পরীক্ষা করা হয়। এসএসকেএম সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে। কম রয়েছে ভিটামিন D3। ফুসফুসে জল জমেছে তৃণমূল নেতার। ঘুমের সমস্যায় ভুগছেন তিনি। শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রয়েছে। হার্টেও আপাতত কোনও কোনও সমস্যা নেই বলে হাসপাতাল সূত্রের দাবি। তৃণমূল নেতার শারীরিক অবস্থা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে দেখতে এদিন সন্ধেয় SSKM-এ যান বোলপুরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ।
আরও পড়ুন: স্কুলে হানা চোরের, চুরির তালিকা দেখে হতবাক শিক্ষিকারা