কলকাতা: কলকাতায় ফের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছন তিনি। বৃহস্পতিবারই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর মুখোমুখি হন তিনি। টানা পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার পর শুক্রবার সকালে এসএসকেএম-এ হাজির হন অনুব্রত। 


SSKM-এ অনুব্রত, ভোট পরবর্তী হিংসায় সিবিআই তলব


এ দিকে, ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতর পর লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকেও তলব করেছে সিবিআই। এই মামলাতেই অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতকাল জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআই সূত্রে খবর, গতকালই বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় বাজিরা দিতে বলে তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিজিত্‍ সিংহ জানিয়েছেন, তিনি নোটিস পেয়েছেন। তদন্তে সবরকম সহযোগিতা করবেন। সূত্রের খবর, লাভপুরের তৃণমূল বিধায়ককে আগামীকাল দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তলব করা হয়েছে।


বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। তার আগে যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবী মারফত গোয়েন্দাদের চিঠি দিয়েছিলেন অুব্রত। হাজিরা দেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেন। কিন্তু ওই আবেদনের ৯ দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রতকে ফের তলব করে সিবিআই।


আরও পড়ুন: Hooghly News: কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ স্ত্রীকে, বাধা দিতে গেলে কেটে পড়ল আঙুল, হুগলিতে গ্রেফতার অভিযুক্ত স্বামী


ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করছে CBI’এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা।


সেই ঘটনায় নিয়ে ইলামবাজার থানায় ২৪ জনের নামে FIR করেন নিহতের বাবা। তাতে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। তবে, অসুস্থতার কারণ দেখিয়ে, CBI-র কাছে হাজিরা এড়াচ্ছিলেন তিনি।