কলকাতা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Results) প্রকাশিত হল আজ, ৩ জুন। মেধাতালিকাও (Merit List) প্রকাশিত হয়েছে। সেই তালিকা অনুযায়ী, তৃতীয় স্থানে (Third Position) রয়েছেন ২ জন। ৬৯১ নম্বর পেয়ে মেধাতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তাঁরা।


তৃতীয় স্থানে ২ জন


আসানসোল উমারানী ঘরাই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের অনন্যা দাশগুপ্ত ও চোরেপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের দেবশিখা প্রধান তৃতীয় স্থানে রয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। 


এ বার মাধ্যমিকের ফলপ্রকাশ হল পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছিল প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি, প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি। এ বছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের বেশি। 


এবারের মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন অর্ণব ঘড়াই ও রৌনক মণ্ডল। এ বারে পরীক্ষায় দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার এবং রৌনক মণ্ডল নামের আরও ছাত্র। 


আরও পড়ুন: WB Madhyamik Results 2022: ''ফল প্রত্যাশিতই ছিল'', টিভি দেখে না মাধ্যমিকে পঞ্চম মুর্শিদাবাদের শুভ্র


এ বারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এ বারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন।


সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb10.abplive.com-এ 


মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb10.abplive.com


পরের বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) কবে তাও জানিয়ে দিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ।


Education Loan Information:

Calculate Education Loan EMI