কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়ার তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আগাগোড়া অনুব্রতর সমর্থনে এগিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। দোলের দিন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি যখন চরমে, ফের একবার তাঁর পাশে দেখা গেল তৃণমূলকে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বুঝিয়ে দিলেন, একা নন বীরভূমের তৃণমূল সভাপতি। অনুব্রতর পাশেই রয়েছে তৃণমূল। 


অনুব্রতকে নিয়ে ফের একবার অবস্থান স্পষ্ট জানালেন ফিরহাদ


মঙ্গলবার সকালে আসানসোল জেল থেকে বার করা হয়েছে অনুব্রতকে। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডাক্তারি পরীক্ষায় ফিটনেস সার্টিফিকেট মিললেই বিমানবন্দর থেকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে অনুব্রতকে। সেই নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, সংবাদমাধ্যমে অনুব্রতকে নিয়ে ফের একবার অবস্থান স্পষ্ট জানালেন ফিরহাদ। 


এ দিন সংবাদনমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, "কোর্টের বিষয়, সে ব্যাপারে কিছু বলতে চাই না আমি। তবে বিচারের বাণী নীরবে, নিভৃতে কাঁদবে না। বিচার হবেই, বিচারে সত্য়তা বেরিয়ে আসবে। আমরা বিচার ব্যবস্থার উপর বিশ্বাস করি। ভগবান যেমন কোনও অন্যায় করতে পারেন না, বিচারকও পারেন না। এটা আমি মন থেকে বিশ্বাস করি। এজেন্সির রাজ শেষ কথা বলবে না। শেষ কথা বলবেন মানুষ।" 


আরও পড়ুন: Dilip on Anubrata: 'দিল্লির লস্যি খাবেন', দোলে অনুব্রত-র দিল্লি যাত্রা নিয়ে বার্তা দিলীপের


যদিও এই মন্তব্যে ফিরহাদকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর কথায়, "শেষ পর্যন্ত অনুব্রতর ভাগ্যলিখন পূর্ণ হতে চলেছে। তাই কে, কী চিৎকার করল, কী বলল, যায় আসে না। দিল্লি যাওয়ার আগে সহানুভূতি দেখানোর চেষ্টা করছেন, যাতে সেখানে গিয়ে মুখ না খোলেন অনুব্রত। আসল অপরাধীদের কথা ফাঁস না করে দেন। তাই এ সব বলে অনুব্রতর পাশে থাকার লোক দেখানো প্রচেষ্টা চলছে। অনুব্রত মুখ খুললে, অনেকের গায়ে আঁচ পড়বে। বক্তার গায়ে যে আঁচ পড়বে না, তারও গ্যারান্টি নেই।"


জেলের সামনের রাস্তা ঝাঁট দিয়ে, গঙ্গাজল ছিটিয়ে, শুদ্ধ করা হল


গরুপাচারকাণ্ডে জাল গোটাচ্ছে ইডি। আজই অনুব্রত মণ্ডলকে দিল্লি রওনা হওয়ার কথা কেন্দ্রীয় এজেন্সির। সকালে পুলিশ পাহারায় অনুব্রত কলকাতা রওনা দেওয়ার পরেই, আসানসোল জেল শুদ্ধকরণ অভিযানে নামল বিজেপি। জেলের সামনের রাস্তা ঝাঁট দিয়ে, গঙ্গাজল ছিটিয়ে, শুদ্ধ করা হল। ঢোল-করতাল-কাঁসর বাজিয়ে যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জেলের বাইরে চলল আবির খেলাও।