কলকাতা: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে এবার পুজো মণ্ডপে উঠল জাস্টিস ফর আরজি কর-এর স্লোগান। আজ বুধবার ম্যাডক্স স্কোয়ারে পুজো মণ্ডপে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সুবিচারের দাবিতে বুধবার রীতিমতো বান্যার নিয়ে চিকিৎসক মৃত্যুর সুবিচারের দাবিতে স্লোগান তুললেন একদল দর্শনার্থী।
আরও পড়ুন: RG Kar Protest : আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতার ২ মেডিক্যালে শতাধিক গণ-ইস্তফা!
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ম্যাডক্স স্কোয়ার পুজো মণ্ডপে ঢুকে দর্শনার্থীদের মধ্যে একদল মানুষ তুললেন উই ওয়ান্ট জাস্টিস-এর স্লোগান। তাঁরা বলতে থাকেন, "তিলোত্তমার ভয় নাই। আন্দোলন আমরা ছাড়ি নাই।" স্লোগান দেওয়া মানুষের হাতে থাকা ব্যানারে লেখা ছিল "তিলোত্তমার রক্তচোখে আঁধার রাতে আলো জ্বলে।" সেই ব্যানারকে হাতে নিয়ে ম্যাড্যাক্স স্কোয়ারে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তোলেন আন্দোলনকারীরা। আর স্লোগান তুলতে থাকেব "তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর।"
এদিকে আজ দুপুরে আন্দোলনকারী চিকিৎসকদের "অভয়া পরিক্রমা" শুরু হতেই বধুবার চাঁদনিতে মিছিল আটকায় পুলিশ। তিনটি ম্যাটাডোরের সঙ্গে রাস্তায় পা মেলান প্রতিবাদীরা। ফলে কার্যত বন্ধ হয়ে যায় রাস্তা। সেই সময় পুলিশ মিছিল আটকায়। সেই খবর কানে যেতেই অনশন মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকরা ছুটে আসেন। তাঁরা ঠেলে ম্যাটাডোর বের করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ ম্যাটাডোরের চাবি নিয়ে নেয় বলে অভিযোগ। সেই নিয়ে দু-পক্ষের মধ্যে বচসা বাধে। ধস্তাধস্তিও হয়।
পুলিশ জানায়, কোনও রকম মাইক বা ব্যানার রাখা যাবে না। তাদের কথা মতো সেই মাইক ও ব্যানার খুলে নেওয়ার পরও সমস্যা কাটেনি। এর পর মানববন্ধন করে ম্যাটাডোরগুলি ঠেলে বের করে নিয়ে যেতে শুরু করেন প্রতিবাদীরা। ঢাকের আওয়াজের সঙ্গে রাস্তায় প্রতিবাদীদের সঙ্গে পা মেলান সাধারণ মানুষরাও। জুনিয়র চিকিৎসকদের দাবি, ম্যাটাডোরে যাবেন বলে আগেই জানিয়েছিলেন তাঁরা। তখন কিছু বলা হয়নি, কিন্তু বুধবার রাস্তায় নামতেই বলা হয়, মালবাহী গাড়ি নিয়ে যাওয়া যাবে না। যদিও পুলিশের দাবি, ম্যাটাডোর নিয়ে যাওয়া যাবে না তা আগেই জানানো হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।