APP Cab Molestation : ভয়াবহ ! খাস কলকাতায় অ্যাপ ক্যাবে মহিলাকে 'গালিগালাজ, শ্লীলতাহানি'
APP Cab Passenger Harassment : এসি চালানো নিয়ে চালকের সঙ্গে বচসা বাধে তাঁর। মহিলা নেমে যাওয়ার চেষ্টা করলে তাঁকে কটূক্তি করে চালক।
আবির দত্ত, কলকাতা : শহরে ফের অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য। যাদবপুরে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। অভিযুক্ত অ্যাপ ক্যাব চালককে গ্রেফতার করেছে পুলিশ।
মহিলার দাবি, ২৫ তারিখ অ্যাপ ক্যাবে গড়িয়াহাট থেকে ৮ বি বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। এসি চালানো নিয়ে চালকের সঙ্গে বচসা বাধে তাঁর। মহিলা নেমে যাওয়ার চেষ্টা করলে তাঁকে কটূক্তি করে চালক। সেই সঙ্গে তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে জানিয়েছেন যাত্রী। কোনওক্রমে গাড়ি থেকে নেমে থানায় অভিযোগ জানান নির্যাতিতা।
জানা গিয়েছে, ওই চালক কসবার বাসিন্দা। ললিত চৌপালকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: ডাম্পার আটকে তোলা হচ্ছে টাকা! সামনে দাঁড়িয়েও 'দেখতে পেল না' পুলিশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।