বাপন সাঁতরা, আরামবাগ: রাতভর টানা বৃষ্টি জের। আর তার জেরেই জলমগ্ন আরামবাগের একাধিক ওয়ার্ড। রাস্তার জল উপচে তা ঢুকেছে বাড়িতেও (Arambagh Water Logging)। জল যন্ত্রণা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার অভিযোগ বিজেপি কাউন্সিলরের। যদিও পাম্প দিয়ে জল বের করার চেষ্টা হচ্ছে বলে দাবি পুরসভার।


জলমগ্ন আরামবাগের একাধিক ওয়ার্ড: গতকাল রাতভর টানা বৃষ্টি হয় আরামবাগে। আর সেই বৃষ্টির জল জমে জলমগ্ন পরিস্থিতি আরামবাগ পুরসভার ২,৩,৬ ও ১৯ ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায়। জল ঢুকেছে সরকারি ব্যাঙ্কের ভেতরেও। অন্যদিকে রাস্তায় এক হাঁটু সমান জল জমার পাশাপাশি বেশ কিছু বাড়িতেও জল ঢুকেছে। তার জেরে রান্নাবান্না ছেড়ে দিয়ে ঘরের আসবাবপত্র সামলাতে ব্যস্ত বাসিন্দারা। অভিযোগ, ভারী বৃষ্টি হলে প্রায়শই জল জমে এই সমস্ত এলাকায়।                             


পুরসভার পক্ষ থেকে কোনও উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তোলেন বাসিন্দারা। তাই বাধ্য হয়েই এই জল যন্ত্রণা ভোগ করতে হয় বলে অভিযোগ। যদিও আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় জানান, "আন্ডার গ্রাউন্ড ড্রেনের কাজের জন্য একটু সমস্যা হয়েছে।'' তবে পাম্প দিয়ে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে জমা জল বের করার চেষ্টা করছে পুরসভা। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখছেন কাউন্সিলররা। আরামবাগ পুরসভার ১৯ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের দাবি, "এর দায় পুরসভার। উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই জলমগ্ন পরিস্থিতি। তারপরেও সকাল থেকে পুরসভার কাউকে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি।'' চেয়ারম্যানকে ফোন করে পাওয়া যায়নি।             


দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল রাতভর বৃষ্টি হয়। প্রবল বৃষ্টি হুগলি জেলাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামীকাল কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই বর্ধমানেও রয়েছে বর্ষণের আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুলেই অন্যের ঘাড়ে দায় মুখ্যমন্ত্রীর, পাল্টা মিথ্য়াচারের অভিযোগ অর্জুনের