Kolkata News: চোর সন্দেহে নাবালককে বিবস্ত্র করে সাঁড়াশি দিয়ে অত্যাচার ! হাড়হিম করা ছবি ভাইরাল
Bengal Lynching Case Torture on Minor: চোর সন্দেহে নাবালককে বিবস্ত্র করে মধ্যযুগীয় অত্যাচার, জয়ন্তর তালতলা স্পোর্টিংয়ে অত্যাচারের আরও এক হাড়হিম করা ছবি.....
কলকাতা: জয়ন্তর তালতলা স্পোর্টিংয়ে অত্যাচারের আরও এক হাড়হিম করা ছবি। চোর সন্দেহে নাবালককে বিবস্ত্র করে মধ্যযুগীয় অত্যাচার। সাঁড়াশি দিয়ে অত্যাচারের ভয়ঙ্কর ছবি ভাইরাল।
পিটিয়ে খুনের অভিযোগ রাজ্যজুড়ে
কোথাও চোর সন্দেহে পিটিয়ে খুন, কোথাও ছেলেধরা সন্দেহে বেধড়ক মার। দিকে দিকে অত্যাচারের ছবি দেখে সিউড়ে উঠছে বাংলা। ইতিমধ্য়েই মারধরের ঘটনায় কঠোরতম শাস্তির আইন এনেছে কেন্দ্র। সন্দেহের বশে একের পর এক জায়গায় পিটিয়ে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। কোথাও মোবাইল ফোন চুরির সন্দেহ কোথাও টাকা চুরির অভিযোগে।সম্প্রতি তারকেশ্বরে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেচিল আত্মীয়দের বিরুদ্ধে।৫০ হাজার টাকা চুরির অপবাদে রীতিমতো বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল তাঁকে।
জয়ন্ত সিং কি আড়িয়াদহের 'JCB'?
অপরদিকে, আড়িয়াদহ, অশান্তি, আর জয়ন্ত সিং। এই তিনটে শব্দ অনেকদিন ধরেই একসঙ্গে চলে আসছে। মা-ছেলের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে আগেও মারধরের মতো অভিযোগ উঠেছে। এবার ফের কাঠগড়ায় এই তৃণমূলকর্মী। আর এই ইস্য়ুতে, তৃণমূলের মধ্য়েই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। অনেকে প্রশ্ন তুলেছিলেন, তাজিমুল ওরফে জেসিবি কি চোপড়ার শেখ শাহজাহান? এরপর সামনে এসেছে আড়িয়াদহের তৃণমূলকর্মী জয়ন্ত সিংয়ের কুকীর্তি এবং তাঁর এই ছবি। যা দেখে আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই জয়ন্ত সিং কি আড়িয়াদহের 'JCB'?
'পশ্চিমবঙ্গে আইন নেই..'
সম্প্রতি অধীর চৌধুরী বলেন,' মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে। কালকে আপনার, আমার ওপরেও হতে পারে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই।' অমিত শাহ বলেছেন,' জাতি, সম্প্রদায়, লিঙ্গ, জন্মস্থান, ভাষা ও অন্যান্য যেসব কারণে এই ঘটনাগুলি ঘটে, তাতে ৭ বছরের জেল থেকে শুরু করে মৃত্যুদণ্ডের সাজা, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, 'গতিপথ পরিবর্তন শুরু তিস্তা নদীর' ! আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।