Jalpaiguri News: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, 'গতিপথ পরিবর্তন শুরু তিস্তা নদীর' ! আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের
North Bengal Flood Situation: লাগামছাড়া ভারী বর্ষণে, জল বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের নদীগুলিতে, তিস্তা নদীর জল বইছে মালবাজারে টোটগাও গ্রামের মধ্য দিয়ে, আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা..
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: একটানা বৃষ্টিতে ভুটান পাহাড়-সহ ডুয়ার্সে বিপর্যস্ত জনজীবন। লাগামছাড়া ভারী বর্ষণে, জল বাড়তে শুরু করেছে জলঢাকা,ডুডুয়া,গিলান্ডি,বামনি নদীতে। তিস্তা নদীর জল বইছে মালবাজারে টোটগাও গ্রামের মধ্য দিয়ে। তিস্তা নদী তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই তাই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। মূলত রাত থেকে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় জলমগ্ন ধূপগুড়ি পৌরসভা।
টানা বৃষ্টির জেরে তিস্তায় জলোচ্ছ্বাস দেখা যায় গত মাস থেকেই। তার উপর রাম্বি ও কালিঝোরা ড্যাম থেকে জল ছাড়ার ফলে বাড়তি বিপত্তি তৈরি হয়। গতমাস থেকেই জলমগ্ন হয়ে পড়েছিল তিস্তা বাজার এলাকা।তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় ফুলে ফেঁপে উঠেছিল নদী। টানা বৃষ্টির জেরে তোর্সাতেও জল বাড়ার আশঙ্কা আগে থেকেই ছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হল। প্রসঙ্গত, পাহাড়ে অবিরাম বৃষ্টি। ভারী বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের নদীগুলি। মাথাভাঙার মানসাই নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। তোর্সা নদীতেও বাড়ছে জল। জল বাড়ছে তুফানগঞ্জে রায়ডাক ও সঙ্কোশ নদীতে।
তিস্তার জল ঢুকে প্লাবিত জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও গ্রাম। ৫০টিরও বেশি পরিবার জলবন্দি হয়ে পড়েছে। আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুলে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েকবছর ধরে পাহাড়ে বৃষ্টি হলেই তিস্তারজলে ভাসছে গ্রাম। বিঘার পর বিঘা চাষের জমি, বাড়ি-ঘর, নদীর গ্রাসে চলে যাচ্ছে। স্থায়ী বাঁধের দাবি বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, সমতলেও বৃষ্টি হচ্ছে। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন।
আরও পড়ুন, 'BJP-তে যোগ দিতে চেয়েছিলেন কুণাল, কিন্তু নেওয়া হয়নি..'
অপরদিকে, হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল উত্তরবঙ্গের ৮ জেলায় হলুদ, কমলা এবং লাল সতর্কতা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারে লালসতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এবং মালদা এবং দুই দিনাজপুরে থাকছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।