Ariadaha Lynching News: আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্তের সঙ্গে মদন মিত্রের যোগ? প্রকাশ্যে বিধায়কের সঙ্গে ছবি

West Bengal News: মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন মিত্র, তাঁর ছেলে এবং কাউন্সিলর পুত্রবধূর ছবিও সামনে এসেছে।

Continues below advertisement

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, কামারহাটি: আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্তের সঙ্গে মদন মিত্রের (Madan Mitra) যোগ? প্রকাশ্যে কামারহাটির তৃণমূল বিধায়কের সঙ্গে জয়ন্ত সিংহের ছবি। মূল অভিযুক্ত জয়ন্ত সিংহের সঙ্গে কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর মেঘনা মিত্র-রও ছবিও রয়েছে। যিনি মদন মিত্রের পুত্রবধূ। 'কে কখন ক্রাইম করব, কী করে জানব?' প্রতিক্রিয়া মদন মিত্রর। 

Continues below advertisement

কী ঘটনা? 

আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটায় দুষ্কৃতীরা। জানা যায়, কলেজ ছাত্রের সঙ্গে স্থানীয় এক দুষ্কৃতীর বচসার জেরে হামলা চালানো হয়। রবিবার রাতে দলবল নিয়ে মা ও ছেলের ওপর চড়াও দুষ্কৃতীরা। বাড়ির সামনে লাঠি, রড দিয়ে পেটানোর অভিযোগল উঠেছে। ছেলেকে বাঁচাতে গেলে মাকেও বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম মা ও ছেলে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আড়িয়াদহকাণ্ডে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বেলঘরিয়া থানায়। এই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ। 
মূল অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। কামারহাটির তৃণমূল বিধায়ক সহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও ছবি রয়েছে জয়ন্ত সিংহের। এবিষয়ে মদন মিত্রর বক্তব্য, 'আমার সঙ্গে কারও ছবি থাকতেই পারে, আমার কোনও দায় নেই। আমার সঙ্গে সবাই মেলামেশা করে, আমি কী করব?' দায়িত্ব নিচ্ছি, ক্রাইমের দায় নয়, জয়ন্ত-ঘনিষ্ঠতার কথা মেনে দাবি মদন মিত্রর। 

কী বললেন মদন মিত্র?

এবিষয়ে কামারহাটির বিধায়ক বলেন, "যখন ছবিটা এসেছে, তখন ও ক্রাইম করেনি। যখন ক্রাইম করেছে তখন কিন্তু কোনও ছবি নেই। আমি কী করে জানব কে কবে কোথায় ক্রাইম করবে। কামারহাটি বিধানসভার ৭৫ শতাংশ মানুষের সঙ্গে আমার ছবি আছে। জয়ন্ত সিংহের ভাইকে আমি চাকরি দিয়েছি। ও ফুটবল খেলে আর ওঁর বড় ভাই অন্য খেলা খেলে কী করে জানব। কামারহাটির প্রত্যেককে আমি ঘনিষ্ঠভাবে চিনি। এই যে কানে কানে কথা বলছি। যদি আমার কাছে ক্য়াসেট থাকত, এটা নিশ্চয়ই সেইরকম যে 'বি ভেরি কেয়ারফুল'। এই ধরনের কথাই আমি কানে কানে বলি বা প্রকাশ্যে তো বলতে পারি না।'' 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Governor Against Chief Minister: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে রাজ্যপাল, হাইকোর্টে মানহানির মামলা দায়ের

Continues below advertisement
Sponsored Links by Taboola