সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মনোনয়ন পত্রে তথ্য গোপন করেছেন ব্যারাকপুরের বিজেপি পার্থী অর্জুন সিংহ। এই অভিযোগ তুলে পঞ্চম দফার ভোটের আগে মাঠে নামল তৃণমূল। অর্জুন সিংহের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসকদল। তৃণমূলের অ্যাজেন্ডা এবার অর্জুনের বউ-গোপন ! 


তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি কেয়া দাসের দাবি, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী দুটো বিয়ে করেছেন কিন্তু তিনি সেটা লুকিয়ে গেছেন মনোনয়নপত্রে। 


সত্যিই কি তাই ? কী বলছেন অর্জুন নিজে? সত্যই কি একাধিক বিয়ে অর্জুন সিংহের ? বিজেপি প্রার্থীর দাবি, ' হারার ভয়ে এই সব গল্প বলছে। পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে কুৎসা করে কোনও লাভ আছে?' 


এবারের লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির অন্যতম বড় হাতিয়ার নারী নির্যাতনের অভিযোগ। সন্দেশখালির ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। এই ইস্যু নিয়ে রাজ্যের নেতারা তো বটেই,  কেন্দ্রের হাইকমান্ডদের মুখেও রোজ সন্দেশখালি । সেই আবহে এবার পাল্টা মহিলাদের অসম্মানের অভিযোগকে হাতিয়ার করে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ময়দানে নামল তৃণমূল। অর্জুন সিং মনোনয়নপত্রে তাঁর দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছে বলে অভিযোগ শাসকদলের।


তৃণমূল নেত্রী  কেয়া দাসের দাবি, ' আমাদের কাছে সব কাগজ পত্র প্রমাণ রয়েছে। তিনি ২০১২ সালে  একজন মহিলাকে বিয়ে করেন।  ম্যারেজ রেজিস্ট্রেশনের  কাগজও রয়েছে। তাঁর একটি সন্তানও হয়। তিনি সেটা হলফনামায় দিয়েছেন যে তিনি দত্তক নিয়েছেন। তাঁর মায়ের নাম দিয়েছেন । কিন্তু সেখানে অর্জুন সিংহ লেখেননি যে তিনি ওঁর স্ত্রী। হিন্দু আইনে একজন হিন্দু ধর্মের মানুষ একসঙ্গে দুটো বিয়ে করতে পারেন না। এটা অন্যায়। সেটা লুকোনো আরও অন্যায়।' 


অর্জুন সিংহের পাল্টা দাবি, '২০১৯ সালেও এই গল্পটা করেছিল। কেস করেছিল, তারপরে পালিয়ে গেছিল নিজেই। সম্পূর্ণ ভাবে মিথ্যে। এটাতে কুৎসা ছাড়া কী আছে? হারার ভয়ে এই সব গল্প বলছে। পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে কুৎসা করে কোনও লাভ আছে? মানুষের লড়াইটা করতে পারছে না তাই ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে। যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দেবে।'


অর্জুন সিংয়ের দ্বিতীয় বিয়ের নথি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে। 



আরও পড়ুন : 


একদিনেই বঙ্গে বাজ পড়ে মৃত ১৩, কেন আগে থেকে বাজ পড়ার পূর্বাভাস করা গেল না? জানাল আবহাওয়া অফিস