মুন্না আগরওয়াল, বালুরঘাট: একজন কলেজ ছাত্রীর ওড়না ধরে টানাটানির জেরে ছাত্রদের দুটি গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হল বালুরঘাট কলেজ চত্বর (Balurghat College clash)। পাশাপাশি সংঘর্ষের জেরে কান কাটল এক পড়ুয়ারও। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, একজন কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে কান কাটল এক কলেজ পড়ুয়ার। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট কোয়েড কলেজে। ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন উভয় পক্ষের প্রায় পাঁচজন কলেজ পড়ুয়া। 


আরও পড়ুন: Bakshirhat News: দলের মহিলা উপপ্রধানকে অপহরণের অভিযোগ খোদ বিজেপির বিরুদ্ধে, থানার দ্বারস্থ অপহৃতার স্বামী


কলেজ পড়ুয়াদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার কলেজের থার্ড ইয়ারের পড়ুয়ারা হিলি কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল। অভিযোগ সেখান থেকে ফেরবার সময় বাসের মধ্যে একজন কলেজ ছাত্রীর ওড়না বিয়ে টানাটানি করে একদল ছাত্র। বিষয়টি জানাজানি হওয়ার পর তুমুল নিয়ে বচসা বাধে ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে। বৃহস্পতিবার ওড়না টানাটানির ঘটনায় অভিযুক্তদের ছাত্রদের মধ্যে একজন বালুরঘাট কোয়েড কলেজে আসতেই তার উপর বাঁশ নিয়ে চড়াও হয় কলেজের বেশকিছু ছাত্র। যে ঘটনায় কান কেটে রক্তাক্ত হয় শুভ বর্মন নামে তৃতীয় বর্ষের এক কলেজ পড়ুয়া। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তুমুল উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। 


যদিও আহত কলেজ ছাত্রর দাবি, শুধুমাত্র ছাত্রদেরই পরীক্ষার সিট পড়েছিল হিলি কলেজে। যেখানে ছাত্রীদের কোনও ব্যাপারই নেই। ভিত্তিহীন এই ধরনের অভিযোগ এনে প্রকৃত ঘটনা ধামাচামা দিতে চাইছে কিছু ছাত্র। উল্টে বাসের মধ্যে কিছু ছাত্রের উৎশৃঙ্খলতার প্রতিবাদ জানানোর কারণেই তাঁর উপর এমনভাবে চড়াও হয়েছিল অভিযুক্তরা। যদিও কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডুর দাবি, এই ধরনের বড় কোনও ঘটনাই ঘটেনি। আর তাঁর কাছে এই নিয়ে কোনও অভিযোগও আসেনি। কিছু ছাত্রদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাদের বুঝিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। যদিও বিষয়টিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এখনও রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: West Bengal Government: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার