কলকাতা: রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। অবসরকালে তাঁদের এককালীন ভাতা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলতি বছরের ১ এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হল বলা জানানো হয়েছে। প্যারা টিচার, অ্যাকাডেমিক সুভারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক, SSK এবং MSK-র শিক্ষাকর্মীরা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে রাজ্য। (Mamata Banerjee)


বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের তরফে এই ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই বিজ্ঞপ্তি সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য। বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের তরফে এই ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই বিজ্ঞপ্তি সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য। ওই বিবৃতিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক প্যারা টিচার, SSK, MSK টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, আশাকর্মী, Honorary Health Workers, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার, হোমগার্ড ভলান্টিয়ার, অক্সিলারি ফায়ার অপারেটরদের এককালীন অবসরভাতা ২ এবং ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। (West Bengal Government)


৬০ বা ৬৫ বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তাঁরা। পূর্ব শর্তাবলীই এক্ষেত্রে প্রযোজ্য হবে। গত ১ এপ্রিল থেকেই কার্যকর করা হল এই নয়া নীতি। এতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতিও মিলেছে বলে জানানো হয়েছে। রাজ্যের সমস্ত বিভাগকে সেই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।



আরও পড়ুন: West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন


এই সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিভিত্তিক কর্মীরা অবসরের সময় এককালীন ৫ লক্ষ টাকা হাতে পাবেন। এ বছরের গোড়াতেই এই সিদ্ধান্তের কথা জানায় রাজ্য সরকার। ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছিল সেই সময়ই। এবার সেই নির্দেশ কার্যকর করা হল। ইতিমধ্যে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধিরও ঘোষণা হয়েছে। ১ এপ্রিল থেকেই বর্ধিত হারে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা দেওয়ার ঘোষণা করা হয়। জুলাই মাসের বেতনের সঙ্গে সেই টাকা ঢুকবে।  আগে যদিও মে মাস থেকে বর্ধিত হারে মহার্ঘভাতা মিলবে বলা হয়েছিল, লোকসভা নির্বাচনের পর তা ১ এপ্রিল থেকেই মিলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তি দিয়ে।