হুগলি: টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা। ব্যান্ডেল স্টেশনে ১ নম্বর কাউন্টারে ভাঙচুরের অভিযোগ। মত্ত যুবকদের তাণ্ডব, ভেঙে দেওয়া হয় টিকিট কাউন্টারের কাচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে  আহত আরপিএফ জওয়ান। রেল পুলিশের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ।

সরকারি জায়গায় ভাঙচুর এই প্রথমবার নয় রাজ্যে, অতীতে বহুবার 

সরকারি জায়গায় ভাঙচুর এই প্রথমবার নয়। আগে ভিন্ন প্রেক্ষাপটে ভাঙচুর চলেছে। সরকারি হাসপাতাল থেকে শুরু করে কলেজ, এমনকি দুয়ারে সরকারের ক্যাম্পেও চলেছে হামলা। কাঁকসা, ইসলামপুর, দুই জায়গাতেই এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি দুয়ারে সরকারের ক্যাম্পে চলেছিল তৃণমূলের তাণ্ডব। গ্রামবাসী হয়রানির শিকার হচ্ছেন, এই অভিযোগ তুলে ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছিল। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিঘলবস্তিতে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।

দুয়ারে সরকারের ক্যাম্পেও চলেছে হামলা, ব্যাপক উত্তেজনা

ক্যাম্প চালু হলেও সরকারি প্রকল্পের আবেদনপত্র অপ্রতুল থাকায় দূর থেকে আসা গ্রামবাসী ফর্ম না পেয়ে  ক্ষুব্ধ হয়ে যান। দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি আকবর আলির। সাধারণ মানুষকে সাহায্য করতেই সকাল সকাল তিনি ক্যাম্পে হাজির হয়েছিলেন। কিন্তু, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ক্যাম্প চালু হলেও, ফর্ম না থাকায় চরম হয়রানির শিকার হন বাসিন্দারা। এই পরিস্থিতিতে ক্ষোভে ক্যাম্পের সমস্ত আসবাবপত্র বারান্দা থেকে বাইরে ফেলে দিয়েছিলেন আকবর আলিরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ইসলামপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন, রাজারহাটের বহুতলে কুয়ো খননে গিয়ে অঘটন, মাটির নীচে চাপা পড়ে আটকে ২ শ্রমিক ! জেসিবি দিয়ে মাটি সরাতেই..

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর, এমার্জেন্সিতে ধুন্ধুমার 

অতীতে রোগীমৃত্যু ঘিরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভাঙচুর চলেছিল। রবিবার সকালে পেটে তীব্র যন্ত্রণা নিয়ে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিষড়ার লীলা পাসোয়ান। তাঁর পরিবারের দাবি ছিল, চিকিৎসা শুরু করতে দেরি করায় হাসপাতালেই এমার্জেন্সিতেই মারা গিয়েছিলেন ওই মহিলা। এরপরই এমার্জেন্সিতে ধুন্ধুমার বাধিয়েছিলেন মৃতার পরিজনরা।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)