কলকাতা: পুরভোটে (WB Municipal Election 2022) অশান্তির অভিযোগে আজ ১২ ঘণ্টা রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি (BJP)। কোচবিহার শহরে আজ সকালে তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠন বনধের বিরুদ্ধে মিছিল করে। মিছিলের নেতৃত্বে ছিলেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি পরিমল বর্মন। বীরভূমের দুবরাজে বনধের বিরোধিতা করে মিছিল করে তৃণমূল। আজ সকালে দুবরাজপুর শহর তৃণমূলের তরফে মিছিল হয়। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বাজারে বনধের বিরুদ্ধে মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা।  


পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধের ডাক দেয়  বিজেপি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। সকাল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তেই সকাল থেকে অশান্তির খবর সামনে আসছে। সপ্তাহের প্রথম কাজের দিন বনধের জেরে জেলায় জেলায় উত্তেজনা। দিকে দিকে পিকেটিং করেন বিজেপি কর্মী সমর্থকরা। 


বাঁকুড়ার ওন্দায় পথ অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। আজ সকাল পৌনে ৮টা নাগাদ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ সরকারের নেতৃত্বে রামসাগর এলাকায় ৭ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়। প্রায় আধঘণ্টা চলে অবরোধ। ঘটনাস্থলে ছিল পুলিশও। পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। বীরভূমের সিউড়িতে বিজেপির ডাকা বনধের প্রভাব পড়েনি।  বাস ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।  দোকানপাটও খুলেছে।


মুর্শিদাবাদের বহরমপুর সদর হাসপাচাল চত্বরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইয়ের নেতৃত্বে ওই মিছিল হয়। মিছিল স্টেশন বাজার এলাকায় ঢোকার পর পুলিশ পথ আটকায়। এরপরই দু’পক্ষের বচসা থেকে বিবাদ গড়ায় হাতাহাতিতে। পরে কোক ওভেন থানার পুলিশ লক্ষ্মণ ঘড়ুই সহ বিজেপির ২০-২৫ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।   


আরও পড়ুন: Bangla Bandh: শিলিগুড়িতে বিজেপির ডাকা বন্‍‍ধ ঘিরে দফায় দফায় উত্তেজনা