ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাংলাদেশের সাংসদ (Bangladesh MP) আনওয়ার-উল-আজিমের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় একজনকে আটক করল সিআইডি। ধৃতের নাম রয়েছে সাংসদের পরিবারের তরফে দায়ের করা এফআইআরে। ঘটনায় সিআইডির স্ক্য়ানারে এক ক্য়াবচালকও। বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা।
রহস্যজনকভাবে নিখোঁজ: এপার বাংলায় এসে কি খুন হয়ে গিয়েছেন ওপার বাংলার সাংসদ? তা যদি হয়, তাহলে কেন খুন, কীভাবেই বা খুন? কোথায় গেল সাংসদের দেহ? বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমের গায়েব হয়ে যাওয়ার ঘটনায় মিলছে না কোনও প্রশ্নের উত্তর। নিউটাউনের আবাসনে যে ফ্ল্যাটে ছিলেন বাংলাদেশের শাসকদলের সাংসদ, সেখানে মেঝে ও বেসিনে মিলেছে রক্তের দাগ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কলকাতায় খুন হয়েছেন আনোয়ার-উল-আজিম। কিন্তু কোথায় গেল সাংসদের দেহ? চলছে তল্লাশি।
এরই মধ্য়ে এই ঘটনায় জুবের ওরফে জাহেদ নামে এক ব্য়ক্তিকে বনগাঁ থেকে আটক করেছে CID। আনোয়ার-উল-আজিমের পরিবারের তরফে দায়ের করা FIR-এ নাম ছিল এই ব্য়ক্তির ঘটনার দিন তিনি নিউটাউনের ফ্ল্যাটে ছিলেন বলে রাজ্য় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি। পাশাপাশি এই ঘটনায় CID-র স্ক্যানারে এক অ্য়াপ ক্য়াবচালকও। বৃহস্পতিবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। জাহেদ ও অ্যাপ ক্য়াবচালকের পাশাপাশি আরও একজন সেখানে ছিল। তৃতীয় সেই ব্য়ক্তির খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। CID সূত্রে দাবি, ৩০ এপ্রিল এক মহিলা-সহ ৩ জন বাংলাদেশ থেকে কলকাতায় এসে অ্যাপ ক্যাব সার্ভিস থেকে একটি গাড়ি ভাড়া করেন। সূত্রের খবর, CC ক্যামেরায় ধরা পড়েছে, ১৩ মে ওই গাড়িতে করে নিউটাউনের আবাসনে আনা হয় বাংলাদেশের সাংসদকে। ১৪ মে ৩ জন একটি ট্রলি ব্যাগ নিয়ে ওই গাড়িতে করে আবাসন থেকে বেরিয়ে যান। CC ক্যামেরার ছবিতে দেখা যায়, ৩ জনকে নিয়ে আবাসন থেকে বেরোচ্ছেন অ্য়াপ ক্য়াবচালক। ছবিতে ধরা পড়েছে নিউটাউনের একটি শপিং মলে গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। তার আগে শপিং মলের আগে গাড়ি দাঁড় করানো হয়েছিল।
CID সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে ওই অ্য়াপ ক্য়াবচালক জানিয়েছেন, সেদিনের ঘটনা সম্পর্কে তাঁর কিছু মনে নেই। তাহলে কি দেহ টুকরো টুকরো করে ট্রলি ব্য়াগে করে লোপাট করা হয়েছে? দেহ লোপাট করতে অ্য়াপ ক্য়াবচালকের সাহায্য় নেওয়া হয়েছে? ভুলে যাওয়ার কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করছেন অ্য়াপ ক্য়াবচালক? বাংলাদেশ সরকার জানিয়েছে, খুন হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ার-উল-আজিম। ফ্ল্যাটের মেঝেতে ও বেসিনে রক্তের দাগও মিলেছে। বিধাননগর কমিশনারেট ও ব্যারাকপুর কমিশনারেটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কিন্তু, খোঁজ নেই আনোয়ার-উল-আজিমের দেহের। খুনের পরিকল্পনা করেই কি নিউটাউনের আবাসনে আনা হয়েছিল সাংসদকে? খুনের পর পরিকল্পনা করে দেহ লোপাট করা হয়? আটক ব্য়ক্তি ও অ্য়াপ ক্য়াবচালককে জিজ্ঞাসাবাদ করে আনোয়ার-উল-আজিমের দেহের খোঁজ পেতে চাইছেন রাজ্য় পুলিশের গোয়েন্দারা। সেই সঙ্গে বাংলাদেশের সাংসদের মৃত্য়ুর রহস্য় উদঘাটন করতে চাইছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ