পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের মুখে পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি তুললেন আরও এক বিজেপি নেতা। জঙ্গহলমহলকে (Jangalmahal) বঞ্চনা করছে রাজ্য সরকার, অভিযোগ করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ করেছে তৃণমূল।
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক অমরনাথ শাখার পর এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। পঞ্চায়েত ভোটের আগে আরও এক জনপ্রতিনিধির মুখে পৃথক রাঢ়বঙ্গের দাবি শোনা গেল। ফের বিজেপি নেতার মুখে পৃথক ‘রাঢ়বঙ্গ’!
রবিবার, বাঁকুড়ার জুনবেদা গ্রামে জনসংযোগ করতে যান বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। সেখানেই রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আলাদা রাঢ়বঙ্গ রাজ্যের দাবি তোলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার কথায়, এলাকায় কোনও ডেভলপমেন্ট নেই। যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধিকে বিপদের সম্মুখীনে পড়তে হচ্ছে সাধারণ গ্রামবাসী যারা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে তারা কোনও পরিষেবা পাচ্ছে না, আমাদের হাত দিয়ে কোনও পরিষেবা হবে না। তার জন্যই আমরা চাইছি, সরাসরি প্রধানমন্ত্রী এটাকে হস্তক্ষেপ করুন এবং আপনারা কেন্দ্রশাসিত অঞ্চল এই রাঢ়বঙ্গ জোনকে আলাদাভাবে চিহ্নিত করুন।
রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, বিজেপি নেতার মুখে পৃথক ‘রাঢ়বঙ্গ’!কেন্দ্রই টাকা আটকেছে, পাল্টা তৃণমূল। বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের পূর্ত কর্মাধ্যক্ষ ও সহ-সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায়ের কথায়, মনগড়া অভিযোগ, কেন্দ্র টাকা আটকে রেখেছে। বৈমাত্রিকসুলভ আচরণ কেন্দ্রীয় সরকারের।
নীলাদ্রিশেখর দানার আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মুখে শোনা গিয়েছে এই দাবি। তবে শুধু রাঢ়বঙ্গই নয়, সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা কার্শিয়াঙ, মাটিগাড়া-নকশালবাড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক পৃথক উত্তরবঙ্গের পক্ষে সওয়াল করেছেন। রাজ্যভাগ নিয়ে চাঞ্চল্যকর দাবি শোনা গেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের মুখেও।
যদিও দলের সাংসদ, বিধায়কদের মন্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তারপরও আরও এক বিজেপি নেতা আলাদা রাঢ়বঙ্গ রাজ্যের দাবি তুললেন, যা পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলের ভোটারদের মন টানার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এর প্রভাব কি ভোটবাক্সে পড়বে? তা সময়ই বলবে।
আরও পড়ুন: Kunal Ghosh: শান্তিকুঞ্জেই জনসংযোগে যাওয়ার পরামর্শ কুণাল ঘোষের