তুহিন অধিকারী, বিষ্ণুপুর: লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। সেই আবহেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে পোস্টার। বিজেপি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে ওই পোস্টার চোখে পড়েছে। সেই নিয়ে বিষ্ণুপুর শহরে উত্তেজনা ছড়িয়েছে। এই পোস্টারকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে।  (Saumitra Khan)


বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে বিজেপি-র যে সাংগঠনিক জেলা কার্যালয় রয়েছে, তার সামনেই সৌমিত্রের নামে একাধিক পোস্টার দেখা গিয়েছে। ওই পোস্টারে সৌমিত্রের ছবি রয়েছে। সেই সঙ্গে লেখা রয়েছে, 'টিকিট বিক্রির কাণ্ডারী সৌমিত্র খাঁ দূর হটো। বিষ্ণুপুর জনগণ বিরোধী সৌমিত্র খাঁ নিপাত যাক'। শুধু তাই নয়, সৌমিত্রকে নিয়ে লেখা হয়েছে, ‘যখন হয় বিজেপি কর্মীদের উপর অত্যাচার, তখনই এলাকা ছেড়ে সৌমিত্র পালান। ১০ বছরের অবসান চাই, সৌমিত্র দালালের বিদায় চায়। তিন বছরে চার জেলা সভাপতি পরিবর্তনকারী, মিথ্যাচারী, ব্যাভিচারী, দুষ্কৃতী সৌমিত্র দূর হটো। বিষ্ণুপুর বিধানসভার টিকিট বিক্রির কাণ্ডারী সৌমিত্র দূর হটো’। (Bishnupur News)


ওই পোস্টার কে বা কারা টাঙিয়েছে, তা জানা যায়নি। তবে পোস্টারে লেখা হয়েছে, বিষ্ণুপুরের শুভবুদ্ধি সম্পন্ন, শিক্ষিত, অনুশাসিত, জনগণের তরফে এই পোস্টার নিবেদন করা হয়েছে। রবিবার সকালে পোস্টারগুলি চোখে পড়তেই তুলকালাম শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে তুমুল তরজা শুরু হয়েছে। বিজেপি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, "তৃণমূলের চক্রান্ত রয়েছে এর নেপথ্যে। হেরে যাওয়ার ভয়েই এসব করছে জোড়াফুল শিবির। তবে এতে কোনও লাভ হবে না। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বিজেপি-র হাতেই থাকবে।"


আরও পড়ুন:  Lok Sabha Elections 2024: তৃণমূলে অভিষেককে নিয়ে জোর গুঞ্জন, তার মধ্যেই শহরে ‘বিকল্প রাজনীতি’র পোস্টার


যদিও এর নেপথ্যে বিজেপি-র অন্তর্দ্বন্দ্বই কাজ করছে বলে দাবি তৃণমূলের। দলের জেলার নেতা গৌতম গোস্বামী বলেন, "বিজেপি-তে গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে পৌঁছেছে, এই পোস্টারে তা-ই প্রমাণ হচ্ছে। বিজেপি সাংসদ কোনও কাজ করেননি। তাই নিচুতলার কর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন পোস্টার টাঙিয়ে। গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে না পেরে এখন তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে।" এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে সৌমিত্র বলেন, "যাঁরা এই কাজ করছেন, ভাল থাকবেন। লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৩৫টি আসন পাবে। ভারতে রামমন্দির তৈরি হচ্ছে। নিশ্চিন্তে থাকবেন। পোস্টার কে বা কারা দিয়েছেন, জানা নেই আমার। তবে যাঁরা দিয়েছেন, ভাল থাকবেন।"


সৌমিত্রের নামে পোস্টারে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, "সৌমিত্র চাঙ্গা ছেলে, জনপ্রিয়। আমাদের সাংসদদের কাজ করতে দেয়নি, সেটা অন্য প্রশ্ন। সৌমিত্র অত্যন্ত লড়াকু ছেলে। সৌমিত্রকে যদি টিকিট দেয় দল, দেবে কিনা, দলের বিষয়, তবে ওকে কেউ আটকাতে পারবে না। ২০১১ সালে কতুলপুরেও ও জিতেছিল। তৃণমূলের লোকেরাই এই সব পোস্টার ছাপাচ্ছে। পিছনে আছে পুলিশ। এর সঙ্গে বিজেপি-র কোনও লোক নেই। ২০২৪-এর নির্বাচন সৌমিত্র-শুভেন্দুর ভোট নয়। নরেন্দ্র মোদির ভোট। যাঁরা রাষ্ট্রবাদী, দেশকে ভালবাসেন, তাঁরা পদ্মফুলেই ছাপ দেবেন। কারণ মোদি আছেন বলেই রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছি। নইলে আমাদের দেশটিও ইজরায়েল, ইউক্রেন হয়ে যেত। "