তুহিন অধিকারী, বাঁকুড়া: প্রেমের দিনেই (Valentine's Day) আসন্ন ভোটযুদ্ধের প্রস্তুতি। তাই গোলাপ ফুল নিয়ে ভোটের প্রচারে বেরোলেন তৃণমূল প্রার্থী (TMC Candidate)। গালভরা প্রতিশ্রুতির জায়গায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন গোলাপ ফুল এবং চকোলেট। শুভেচ্ছা জানালেন প্রেমদিবসের। আসন্ন নির্বাচনে জোড়াফুলে ছাপ দিতে অনুরোধ জানালেন সকলকে।  


বিষ্ণুপুর পৌরসভার (Bishnupur Municipal Election 2022) ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় (Priyanaka Banerjee)। সোমবার সকাল থেকে রাজ্যে সবুজ ঝড়ের ইঙ্গিত পাচ্ছিলেন এমনিতেই। তবে প্রচারের ব্যস্ততায় তা নিয়ে উচ্ছ্বাসের সময় নেই। তাই জনসংযোগেই মন দিতে দেখা গেল তাঁকে। এ দিন পথচলতি মানুষ, তো বটেই, বাড়ি বাড়ি গিয়েও সকলকে গোলাপ (Rose) ধরান তিনি। উপহার দেন চকোলেট। আলাপচারিতার ফাঁকে মনে করিযে দেন জোড়াফুলের বোতাম টেপার কথাও।


প্রচারে বেরিয়ে এ দিন প্রিয়াঙ্কা বলেন, ‘‘আজকের এই দিনটি সকলের কাছেই অত্যন্ত আনন্দের দিন। তাই সকলকে গোলাপ ফুল এবং চকোলেট দিয়ে শুভেচ্ছা জানালাম। জানিয়েছি, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে রয়েছে।’’


আরও পড়ুন: Municipal Poll Result 2022: সবুজ ঝড়ের মাঝেও বেশ কিছু ওয়ার্ডে উড়ল লাল নিশান, দুর্গ হারালেন অশোক


আগামী ২৭ ফেব্রুয়ারি বিষ্ণুপুর-সহ রাজ্যের বাকি ১০৮ পুরসভা ওয়ার্ডে ভোটগ্রহণ। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টে মামলা চলায় দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না আপাতত।


অন্য দিকে,  সোমবারই বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি পৌরসভা নির্বাচনের ভোটগণনা চলছে। দুপুর ৩টে পর্যন্ত শিলিগুড়ির ৪৭টি আসনের মধ্যে ৩৭টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। আসানসোলের ৮৯টিতে এগিয়ে রয়েছে তারা। বিধাননগরে তৃণমূলে এগিয়ে রয়েছে ৩৯টি আসনে। চন্দননগরে ৩১টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল।