পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বিধানসভা নির্বাচনের আগে শাসক এবং গেরুয়া শিবিরকে মিলিয়ে ‘বিজেমূল’ স্লোগান তুলেছিল বাম শিবির। কিন্তু পুরভোটের (West Bengal Municipal Election) আগে বাঁকুড়ায় সিপিএম (CPM)নেতার বাড়িতে বিজেপি (BJP) নেতার আগমন ঘিরে এ বার লাল-গেরুয়া সংযোগের অভিযোগ তুলতে শুরু করল জোড়াফুল শিবিরও (TMC)।
মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের (Bankura Town) কমরার মাঠ এলাকায় আচমকাই প্রবীণ সিপিএম নেতা কিঙ্কর পোশাকের (Kinkar Poshak) বাড়িতে ফুল-মিষ্টি নিয়ে হাজির হন জেলার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (Niladrishekhar Dana) । প্রায় মিনিট দশেক কিঙ্করবাবুর বাড়িতে ছিলেন নালাদ্রি।
তবে এখানেই শেষ নয়। কিঙ্করবাবুর বাড়ি থেকে বেরিয়ে শুভঙ্কর সরণী এলাকায় বাঁকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেত্রী শিউলি মিদ্যার বাড়িতে হাজির হন বিজেপি বিধায়ক। নিরাপত্তারক্ষীদের বাইরে রেখে ফুল-মিষ্টি নিয়ে ঢুকে পড়েন সিপিএম নেত্রীর বাড়িতে। বেশ খানিক ক্ষণ কথা হয় দু’জনের। তাতেই দুই দলের সংযোগ নিয়ে সরব হয়েছে তৃণমূল।
শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কৃত সুরজিৎ এ বার তৃণমূলে
পুরভোটের আগে বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। কারণ এর আগে, ৪ ডিসেম্বর বাঁকুড়ার মাচানতলায় প্রকাশ্য সভায় বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় প্রাক্তন সাংসদ তথা প্রবীণ সিপিএম নেতা বাসুদেব আচার্যকে নিয়ে প্রশংসার সুর ধরা পড়ে। তার কয়েক দিনের মধ্যে বাডি় বয়ে গিয়ে এই সাক্ষাৎকে বিজেপি-র রণকৌশল বলে মনে করছে জোড়াফুল শিবির। তাদের অভিযোগ, পুরভোটের আগে সিপিএম-কে কাছে টানার চেষ্টা করছে বিজেপি।
সিপিএম এবং বিজেপি যদিও এই সাক্ষাৎকে সৌজন্য বলেই উল্লেখ করেছে। কিন্তু গোটা ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। তৃণমূল এই সাক্ষাতকে পুরভোটে বামেদের সঙ্গে বিজেপি-র জোটবদ্ধ লড়াইয়ের আগাম প্রস্তুতি হিসেবেই দেখছে।
উল্লেখ্য, পুরভোটের নির্ঘণ্ট এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে। কিন্তু ভোটের দিন ক্ষণ যা-ই হোক না কেন, রাজ্যের সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে। জেলায় জেলায় কর্মীদের সঙ্গে বৈঠক থেকে জনসংযোগ, নানা উপায়ে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই,। তার মধ্যেই সিপিএম-এর দুয়ারে বিজেপি-র হাজির হওয়ার এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে জেলা রাজনীতিতে।