WBSETCL Recruitment 2021: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানিতে(WBSETCL)বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। জুনিয়র এক্জিকিউটিভ ছাড়াও আরও পদে নিয়োগে করবে কোম্পানি। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে কেবল অনলাইনেই আবেদন করতে পারবেন।


WBSETCL Recruitment 2021: কোন পদে কত নিয়োগ ?
West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL)-এ সব মিলিয়ে ৪১৪টি পদে হবে নিয়োগ। জুনিয়র এক্জিকিউটিভ (স্টোরস) ছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়র(ইলেকট্রিক্যাল)পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। এই বিষয়ে চাকরিপ্রার্থীদের আগামী ৫ জানুয়ারির মধ্যে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। 


1 JUNIOR EXECUTIVE (STORES)
খালি পদ : ১৪টি পদ


WBSETCL Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা


ইউনিভারসিটি গ্রান্ট কমিশন UGC স্বীকৃত কোনও কলেজ বা বিশ্ববিদায্লায় থেকে স্নাতক হতে হবে চাকরিপ্রার্থীকে।সঙ্গে লজিস্টিকসে PG Degree/Diploma থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখতে হবে।


WBSETCL Recruitment 2021: বয়স সীমা


এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স (১৮-৩২)এর মধ্যে হতে হবে। অন্যথায় আবেদন করতে পারবেন না চাকরিপ্রার্থীরা। 


2 JUNIOR ENGINEER (ELECTRICAL)


খালি পদ : ২০০টি পদ


WBSETCL Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা


এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত কলেজ বা প্রতিষ্ঠান থেকে ৩ বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। 


WBSETCL Recruitment 2021: বয়স সীমা


এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স (১৮-৩২)এর মধ্যে হতে হবে। অন্যথায় আবেদন করতে পারবেন না চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, তাদের অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে।


Official website of West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) — https://wbsetcl.in 


আরও পড়ুন : CBSE Update: সাবধান ! CBSE -র নামে চলছে ভুয়ো খবর


আরও পড়ুন : Central Railways Recruitment: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন


 


Education Loan Information:

Calculate Education Loan EMI