পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার ছাতনায় ধানজমি খুঁড়ে ১৬ দিনের শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে। 


কয়েক দিন আগেই বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরেছে, এক মেয়ে। চোখের জলে বিদায় দিয়েছে সবাই। মঙ্গলবার ও বুধবার- ২ দিন ধরে আর এক মেয়ের আরাধনা ঘরে ঘরে। এমন সময়েই রাজ্যের দুই জায়গায় দুই কন্যাসন্তান খুনের খবর।


বাঁকুড়ার ছাতনার তুলসা গ্রামে ধানজমি খুঁড়ে ষোল দিনের এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সূত্রে দাবি, জেরায় ওই শিশুকন্যাকে খুনের কথা স্বীকার নিয়েছে তার বাবা।


পরপর দুটি কন্যা সন্তান হওয়ার কারণেই এক মেয়েকে খুনের সিদ্ধান্ত বলে জেরায় জানিয়েছে সে। পুলিশ সূত্রে খবর, হাসপাতাল থেকে বাড়ি ফেরার ষোল দিনের মাথায় মা খেয়াল করেন তাঁর দ্বিতীয় কন্যাসন্তান বাড়ি থকে নিখোঁজ।


আরও পড়ুন: অপরাধ সে 'লক্ষ্মী'! লক্ষ্মীপুজোর দিনই সদ্যোজাতকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে


স্বামীর আচরণে সন্দেহ হওয়ায় ছাতনা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে স্বামীকে তলব করে পুলিশ। তদন্তকারীদের দাবি, গতকাল জেরায় মহিলার স্বামী জানিয়েছে, প্রথমে শিশুকন্যাকে কুয়োয় ফেলে খুন করে সে।


প্রমাণ লোপাটের জন্য বাড়ি থেকে দুকিলোমিটার দূরে একটি ধানজমিতে মৃতদেহ প্লাস্টিকে মুড়ে পুঁতে ফেলে। আজ ওই জমি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।


অন্যদিকে, একবালপুরে একদিনের শিশুকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। বাঁকুড়ার ছাতনায় ধানজমি খুঁড়ে উদ্ধার হল ষোল দিনের শিশুকন্যার মৃতদেহ। 


আরও পড়ুন: কন্যাশ্রী দিবসেই ৫ হাজার টাকায় কন্যাসন্তানকে 'বিক্রি করলেন' স্বামীহারা মহিলা


পুলিশ সূত্রে খবর, সোমবার একবালপুরের নেতাজি সুভাষ নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিংহ নামে এক মহিলা। মঙ্গলবার সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। 


নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, বুধবার ভোরে ওই শিশুকন্যাকে মৃত অবস্থায় দেখা যায়। তদন্তকারীদের দাবি, কন্যাসন্তান হওয়ায় সদ্যোজাতকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন মা।


ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে।  নার্সিংহোমেই নজরবন্দি রাখা হয়েছে বাবা-মা-কে।