Bankura: দিনে দুপুরে ছিনতাই, নগদ এক লক্ষ টাকা ও ব্যাঙ্কের চেক বই খোয়ালেন খাতড়ার বাসিন্দা
Bankura: দুপুর ২টোয় ছিনতাইবাজের হামলা। নগদ ১ লক্ষ টাকা ও ব্যাঙ্কের চেক বই নিয়ে চম্পট দুষ্কৃতীদের। বাঁকুড়ার খাতড়ার ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা। এবার এমন ঘটনা ঘটল বাঁকুড়ার মহকুমা শহর খাতড়ায়। শুক্রবার দুপুর দু'টো নাগাদ খাতড়া শহরের এল.আই.সি অফিসে ঢোকার সময়েই অঘটনটি ঘটে। এক ব্যক্তির ব্যাগে করে নগদ এক লক্ষ টাকা সহ ব্যাঙ্কের চেক বই নিয়ে ঢুকছিলেন এল.আই.সি অফিসে। সেই সময়ে ২ জন ছিনতাইবাজ ব্যাগ নিয়ে চম্পট দেয় বলে খবর পাওয়া মেলে।
সূত্রের খবর, খাতড়া শহরের পাম্প মোড় সংলগ্ন সুভাষ পল্লীর বাসিন্দা গৌতম মহন্ত প্রথমে স্টেট ব্যাঙ্কের স্থানীয় শাখা থেকে এক লক্ষ টাকা তোলেন। এরপর তিনি এল.আই.অফিসে যান নিজের প্রিমিয়ামের টাকা জমা দিতে। ওই অফিসে ঢোকার মুখেই এক ব্যক্তি তাঁর হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চোখের নিমেষে মোটর বাইকে চেপে চম্পট দেয় বলে অভিযোগ তাঁর।
ঘটনার বিবরণ দিয়ে গৌতম মহন্ত বলেন, 'ব্যাঙ্ক থেকে টাকা তুলে এল.আই.সি অফিসে ঢুকতে যাচ্ছিলাম। সেই সময়েই কালো অ্যাচিভার গাড়িতে চেপে আসা এক ব্যক্তি আমার হাত থেকে ব্যাগটি ছাড়িয়ে নিয়ে বাইকে উঠেই চম্পট দেয়।' তবে একা নন, ছিনতাইকারী দলে দু'জন সদস্য ছিলেন। তারা ব্যাগে থাকা নগদ এক লক্ষ টাকা ও ব্যাঙ্কের চেক বই নিয়ে পাম্প মোড়ের দিকে চলে যায় বলে তিনি জানান।
ছিনতাইয়ের খবর পাওয়ার পরই খাতড়া থানার পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় স্বভাবতই চিন্তায় সাধারণ মানুষ। দিনের আলোতেই এমন ছিনতাইয়ের ঘটনা ঘটলে সাধারণ মানুষ কতটা নিরাপদ, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
অন্যদিকে দিন কয়েক আগেই বাঁকুড়ায় রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে হাজির হয়ে ঘটে বিপত্তি। আচমকা বজ্রাঘাতে অসুস্থ হয়ে পড়েন শিবিরের লাইনে দাঁড়িয়ে থাকা দশ জন ব্যক্তি। ঘটনাটি ঘটে বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা হাইস্কুলে। অসুস্থ ব্যক্তিদের দ্রুত নিটকবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Baruipur: বারুইপুরে অভিনব কায়দায় ছিনতাই, সাইকেলে দড়ি জড়িয়ে ১ লক্ষ ৩৫ হাজার সাফ!