Chok Bhanga Chata | ২০২৫-এর প্যানেলও কি বিশবাঁও জলে? পাশাপাশি আবার বিএলও দের নিরাপত্তা প্রশ্নের মুখে
দুর্নীতির কারণে ২০১৬ প্যানেল বাতিল হয়েছিল কিন্তু ২০২৫-এর প্যানেলও কি বিশবাঁও জলে যেতে বসেছে, গতকাল সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, আর আজ হাইকোর্টের পর্যবেক্ষণের পর বড় হয়ে দাঁড়াচ্ছে সেই প্রশ্ন। পাশাপাশি প্রশ্ন উঠবে এসআইআরের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যারা করছেন সেই বিএলও দের নিরাপত্তা কেন ফের প্রশ্নের মুখে
প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা-সংঘাত, প্রাক্তনী হতেই নিয়োগ-প্রশ্ন সিন্ডিকেটে! অ্যাডজাঙ্কট প্রফেসার পদে শান্তা দত্ত দে-র নিয়োগে প্রশ্ন সিন্ডিকেটের। প্রাক্তন উপাচার্যের নিয়োগ নিয়ে প্রশ্ন সিন্ডিকেটের বৈঠকে। প্রাক্তন উপাচার্যের অ্যাডজাঙ্কট প্রফেসার পদ নিয়ে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের। সিন্ডিকেট বৈঠকেই প্রাক্তন উপাচার্য শান্তা দত্ত দে-কে নিয়ে আলোচনা। অনুমোদন ছাড়াই প্রাক্তন উপাচার্য পড়াচ্ছেন, দাবি বিশ্ববিদ্যালয়ের। 'নিয়োগপত্র পাওয়ার পরেও প্রত্যাহার করেছেন নিজেই', ডিনকে বিষয়টা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের। 'আলোচনা হল, কমিটি তৈরি করে রিপোর্ট দেবে সিন্ডিকেটের কাছে', দাবি উচ্চশিক্ষা সংসদের সিন্ডিকেট প্রতিনিধি ওমপ্রকাশ মিশ্রের। প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে উপাচার্যকে বেলাগাম আক্রমণ TMCP-র। সংঘাতের পরেও প্রতিষ্ঠা দিবসের দিনই পরীক্ষা হয় বিশ্ববিদ্যালয়ে। 'আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনেক কাজ করেছি। বিনা পারিশ্রমিকে পড়াতে এসেছি, এটা নিয়ে জলঘোলা করছে', সিন্ডিকেটের বৈঠকের পর পাল্টা প্রতিক্রিয়া প্রাক্তন উপাচার্যের। শিরদাঁড়া সোজা রাখারই কি মাশুল প্রাক্তন উপাচার্যের?
All Shows































