তুহিন অধিকারী, বাঁকুড়া: স্কুল ছুটি হওয়ার পর হইহই করে বাড়ি ফিরছিল সকলে। একটি মোটর সাইকেলে চেপে বসেছিল তিন বন্ধু। কিন্তু ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় লেগে আর বাড়ি ফেরা হল তাদের মধ্যে দুই পড়ুয়া (Motor Bike Accident)। দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তৃতীয় জন ভর্তি হাসপাতালে। একই গ্রামের বাসিন্দা ওই তিন ছাত্র। একই শ্রেণিতে পাঠরত ছিল তারা (Students Dead in Motor Bike Accident)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।


তিন জনে মিলে মোটর সাইকেলে চেপে ফেরার সময় দুর্ঘটনা


বাঁকুড়ার(Bankura News) কোতুলপুর (Kotulpur News) থানার অন্তর্গত জলিঠ্যা মোড়ের ঘটনা। মঙ্গলবার দুপুরে সেখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন জয়রামবাটি থেকে কোতুলপুরের দিকে আসছিল মোটর সাইকেলটি। তাতে সওয়ার ছিল ওই তিল পড়ুয়া। রাস্তায় একটি ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তাদের। তাতেই তীব্রতা এত বেশি ছিল যে, মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তিন জনই।


আরও পড়ুন: Rampurhat Fire: তাড়াহুড়োয় আলো নেভাতে ভুলে গিয়েছেন অনেকে, অন্যত্র রাত কাটাচ্ছেন কেউ কেউ, বগটুই এখনও শুনশান


ভরদুপুরে আচমকা এই দুর্ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের মানুষ। পুলিশকে খবর দেন তাঁরা। এর পর কোতুলপুর থানার পুলিস এবং স্থানীয়রা মেলে ধরাধরি করে তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। সকলকে গোগড়া প্রাথমিক শিক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুর্ঘটনার কবলে পড়া তিন জনের মধ্যে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


ট্র্যাক্টরের চালক পলাতক


পুলিশ জানিয়েছে, তৃতীয় জন মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে।


নিহত দুই ছাত্রকে সমীর পাল এবং রাহুল পাল নামে শনাক্ত করা গিয়েছে। আহত ছাত্রের নাম সুকান্ত নন্দী। তাদের সকলের বাড়িই কোতুলপুর গ্রামে। কোতুলপুর হাই স্কুলের একাদশ শ্রেণিতে পাঠরত প্রত্যেকেই। এ দিন স্কুল থেকেই মোটর সাইকেলে চেপে ফিরছিল। সেই সময়ই রাস্তার উপর ঘটে যায় মারাত্মক এই দুর্ঘটনা। ঘাতক ট্র্যাক্টরটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।  কিন্তু দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেন ট্র্যাক্টরের চালক। ট্র্যাক্টরটির মালিকের সন্ধান করছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।