বাঁকুড়া: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) আলিপুর ক্যাম্পাসে ও এসএসকেএমে (SSKM) আক্রান্ত এসএফআই নেতা (SFI Leader), প্রতিবাদে বাঁকুড়ায় (Bankura) পথ অবরোধ। এবার বাঁকুড়ায় পথে নামল এসএফআই (SFI)।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে আন্দোলনরত এসএফআই কর্মীদের উপর আক্রমণ ও এসএসকেএমে চিকিৎসা করাতে গিয়ে ফের এসএফআই কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে এবার বাঁকুড়ায় পথে নামল এসএফআই। এই ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়ার চার্চ মোড়ে প্রতিকী পথ অবরোধ করেন এসএফআই কর্মী সমর্থকরা। দশ মিনিট বাঁকুড়ার মূল রাস্তার চার্চ মোড়ে এই অবরোধের জেরে সাময়িক ভাবে থমকে যায় যান চলাচল। আন্দোলনরত এসএফআই কর্মীদের অভিযোগ এই আক্রমণ সংগঠিত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ও পুলিশের যৌথ উদ্যোগে। অবিলম্বে ওই ঘটনায় যুক্তদের গ্রেফতার করতে না পারলে সেক্ষেত্রে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এসএফআই কর্মীরা।
তেইশের শুরুতে জানুয়ারির শেষের দিকে, কলকাতা মেডিক্যাল, যাদবপুরের পর এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অবস্থানে বসেছিল SFI সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানায় প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা মেডিক্যাল কলেজ। অবস্থান বিক্ষোভে বসেছিল মেডিক্যাল পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন চলে। একইভাবে ছাত্র ভোটের দাবি ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। সেখানে সমাবর্তনে উপস্থিত রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখিয়েছিল SFI ও ফেটসু।
দাবি ছিল প্রথমত, ছাত্র ভোট করতে হবে। কলকাতা মেডিক্যাল কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরপরই, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি, কলেজে কলেজে ছাত্র-সংসদ নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী। এর পরই, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানে বসেন SFI-এর সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানায় প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন।
আরও পড়ুন, 'সাক্ষী' হতে চান নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার এজেন্ট শাহিদ ইমাম
এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ। অবস্থান বিক্ষোভে বসেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, তাঁদের দীর্ঘ টানাপোড়েন চলে। একইভাবে, ছাত্র ভোটের দাবি ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। সেখানে সমাবর্তনে উপস্থিত রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখায় SFI ও ফেটসু। ছাত্রভোটের দাবিতে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তনে এসে SFI ও ফেটসুর সদস্যদের বিক্ষোভের মুখে পড়েছিলেন আচার্য সিভি আনন্দ বোস। ছাত্রভোট চেয়ে চলে স্লোগান। সমস্যা থাকলে সমাধানও আছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কথা বলে জানান রাজ্যপাল।