প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: কালবৈশাখীর তাণ্ডবে (Kalbaishaki) লন্ডভন্ড বিজেপির পার্টি অফিস (BJP Party Office) উড়ল। গতকাল রাত্রে হঠাৎই সারা বাঁকুড়া জেলা জুড়ে (Bankura District) কমবেশি কালবৈশাখীর তাণ্ডব এবং সঙ্গে শিলা বৃষ্টি লক্ষ্য করা যায় ।দক্ষিণের এই জেলাতে কালবৈশাখীর ঝটিকা সফরে প্রায় লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে অনেক কিছুই। সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে বিজেপির পার্টি অফিস কার্যত তছনছ হয়ে গিয়েছে গতকালের কালবৈশাখীর দাপটে। পুরো পার্টি অফিস ভেঙে পড়েছে এবং মাথার চাল উড়ে গিয়ে পড়েছে পাশের গৃহস্থের বাড়ির উপরে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 


আর কী ঝড়-বৃষ্টি হতে পারে ?


প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ পশ্চিম এর বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, দুই দিনাজপুরের কিছু অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


কালবৈশাখীতে স্বস্তির পাশাপাশি সমস্যা


প্রসঙ্গত, এখনও ভোরের বাতাসে হালকা ঠান্ডা আমেজ। যদিও মার্চের দুপুরগুলিতে অস্বস্তি ভাব রয়েছে। বেলা বাড়লে মাঝে মাঝে জ্বালা ধরানো গরম লাগছে বটে। তবে এপ্রিলের দাবদাহের আঁচ মোটেই আগে এসে পড়েনি মার্চে। তবুও কালবৈশাখীতে স্বস্তি ফিরলেও, অনেকের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ কালবৈশাখীতে একাধিক লন্ডভন্ড হয়ে গিয়েছে। যদিও এমন অভিজ্ঞতা আগেও রয়েছে বাংলার।


আরও পড়ুন, গ্রুপ C-র চাকরিহারাদের তালিকায় শাসক ঘনিষ্ঠদের নাম ! 


কেমন ছিল গতবছর এই সময়টা ?


গতবছর এপ্রিল মাসে আলিপুর আবহাওয়া দফতরের তরফে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস  দেওয়া হয়েছিল। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছিল। তা খানিকটা ফলতেও দেখা যায়। ঝোড়ো হাওয়ার দাপটে কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ফলে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিস্তীর্ণ এলাকার। বলরামপুর স্টেশন এলাকায় ভেঙে পড়ে গাছ। এক নাগাড়ে শিলাবৃৃষ্টিতে বহু কাঁচা বাড়ি ধসে যায়। সেই সময় লালগোলা থানার ফতেপুরে বজ্রপাতে মৃত্যুও হয় দু'জনের। মাঠে কাজ করতে গিয়েই তাঁরা প্রাণ হারান।