পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে সায়ন্তিকার মুখে রামনাম ! দিদির দূত কর্মসূচিতে গিয়ে গ্রামের আটচালায় বসে বয়স্কা মহিলাদের সাথে রামনাম করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। 'বিজেপির চাপেই এখন রামনাম করতে বাধ্য হচ্ছে তৃণমূল', কটাক্ষ বিজেপি সাংসদের (BJP)। 


এদিন দিদির দূত কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়া এক নম্বর ব্লকের কাকড়াডিহি গ্রামে যান তৃনমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা। সেখানে দলীয় কর্মসূচি সারার ফাঁকে সায়ন্তিকার নজরে পড়ে গ্রামের আটচালায় বসে কয়েকজন বয়স্কা মহিলা রামনাম করছেন। সায়ন্তিকা সটান আটচালায় উঠে সেই বয়স্কাদের সাথে রামনামে মেতে ওঠেন। গ্রামের বয়স্কাদের সাথে সায়ন্তিকার এমন রামনাম দেখতে রীতিমত গ্রামের মানুষ ভিড় জমিয়ে ফেলেন আটচালার চারদিকে। পরে  তৃণমূল নেত্রী সায়ন্তিকা বলেন, 'রাম কারোর একার না। বয়স্কা মহিলাদের সাথে নাম কীর্তন করতে ভালোই লাগল। স্থানীয় বিজেপি সাংসদের কটাক্ষ,' বিজেপির চাপেই এখন তৃণমূলকে  রামনাম করতে হচ্ছে।' 


প্রসঙ্গত, সম্প্রতি দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। দিদির দূত হিসেবে শুক্রবার বাঁকুড়া দুনম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামে যান সায়ন্তিকা। সঙ্গে ছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী-সহ জেলার অন্য নেতারা। শাসকদলের মিছিল থেকে পানীয় জল প্রকল্পের সাফল্য দাবি করে স্লোগানও ওঠে। 'ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিল কে? মমতা ব্যানার্জি আবার কে' । কিন্তু তাল কাটল জিজ্ঞাসাবাদ পর্বে। রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ঘরে ঘরে পানীয় জল পরিষেবা কেমন মিলছে, তৃণমূল নেতানেত্রীরা এই প্রশ্ন করতেই উত্তর এল, এক বছর ধরে জলই পাচ্ছেন না তাঁরা।


আরও পড়ুন, রাত পোহালেই মাত্র ৯৯ টাকায় দেখা যাবে প্রজাপতি থেকে হামি টু !


জল সমস্যার পাশাপাশি আবাস প্রকল্পে বাড়ি না পাওয়ার অভিযোগও শুনতে হয় তৃণমূল নেতানেত্রীদের। আবাস প্রকল্পের জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলে, জল সমস্যার জন্য় ভূমির ঢালকে দায়ী করেন তৃণমূলের তারকানেত্রী। তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সামনে আবার একটা ভোট। বাঁকুড়ায় রাজনীতির বৃ্ত্তে আবার সেই জল-সঙ্কট ইস্যু।অন্যদিকে, ফের দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা। এবার রামপুরহাটে মেলেরডাঙা গ্রামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।