পূর্ণেন্দু সিংহ, ওন্দা: শহিদ দিবসের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC inner clash) । তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে ঠাণ্ডা লড়াই এবার এল জনসমক্ষে। বাঁকুড়ার (Bankura) ওন্দা (Onda) ব্লকে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কটাক্ষ করে বিজেপির দাবি, তৃণমূলের এই দ্বন্দ্ব তোলাবাজির লড়াই, সঠিক ভাগ না পাওয়ার লড়াই। এদিকে লোকসভা ভোটের পরেই তৃণমূলের অন্দরে চলা এই কোন্দল বেশ অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার ওন্দা ব্লকের তৃণমূল সভাপতি উত্তম বীটের সঙ্গে ঠাণ্ডা লড়াই চলছিল ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ওন্দা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁয়ের ভাইপো অভিরূপ খাঁয়ের মধ্যে। তৃণমূল সূত্রে জানা গেছে, ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে অভিরূপ খাঁ ওন্দা ব্লকের তৃণমূল নেতৃত্বকে কার্যত অন্ধকারে রেখে বিভিন্ন কাজ করে চলেছেন। প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের অঙ্গুলি হেলনে ওন্দা ব্লক তৃণমূলের সংগঠনকে একেবারে শেষ করে দিতে চাইছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ। দলের অন্দরে এমন অভিযোগও তুলেছে তৃণমূলের একটা অংশ। এমনকী ব্লক নেতৃত্বের কোনও পরামর্শ আলোচনা ছাড়াই বিডিও এবং প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন অভিরূপ খাঁ। এমন অভিযোগও তোলা হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে।
তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে ঠাণ্ডা লড়াই নিয়ে ওন্দার রাজনীতিতেও বেশ গুঞ্জন উঠেছিল। তবে এবার এই ঠাণ্ডা লড়াই প্রকাশ্যে এল। বুধবার ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ-কে নিয়ে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেন। ওন্দা ব্লকে হওয়া তৃণমূলের এই প্রস্তুতি বৈঠকে দেখা যায়নি ওন্দা ব্লক তৃণমূল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বকে। এদিকে বৃহস্পতিবার সকালে ওন্দার দলীয় কার্যালয়ে ওন্দা ব্লকের অঞ্চল সভাপতিদের নিয়ে ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করলেন তৃণমূল ব্লক সভাপতি উত্তম বীট। শহিদ সভার প্রস্তুতি ঘিরে তৃণমূলের এই গৃহযুদ্ধকে নিয়ে ওন্দায় বেশ চর্চাও শুরু হয়েছে।
এবিষয়ে ওন্দা ব্লকের তৃণমূল সভাপতির দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতি কী প্রস্তুতি সভা করেছেন সেটা আমার জানা নেই। তাছাড়া উনি কোনও কর্মসূচী করলে তৃণমূলের ব্লক নেতৃত্বকে জানানোর প্রয়োজনও মনে করেন না। প্রাক্তন বিধায়ক ওন্দার কোনও দায়িত্বে নেই তারপরই ওন্দার বিষয়ে কেন মাথা গলাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওন্দার ব্লক সভাপতি। তবে শুধু ব্লক সভাপতিই নয় ওন্দার তৃণমূলের একটা অংশ পঞ্চায়েত সমিতির সভাপতি ও ওন্দার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ।
এদিকে সব অভিযোগ অস্বীকার করে পালটা ব্লক সভাপতির বিরুদ্ধে কর্মীদের না ডাকার অভিযোগ তুললেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তাঁর দাবি অযথা এই বিষয় নিয়ে জলঘোলা করা হচ্ছে। উন্নয়নের কাজ সকল সদস্যদের নিয়ে করা হচ্ছে। তার সম্পূর্ণ তথ্য রয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আর ওন্দার প্রাক্তন বিধায়কের ওন্দাতে আসার কারণ ওন্দার মানুষ চান অরূপ বাবুর হাত ধরে ওন্দার উন্নয়ন বজায় থাকুক। অন্যদিকে ওন্দার বিজেপি বিধায়ক অমর কুমার শাখা কটাক্ষ করে বলেন, কাকাভাইপো আর বিডিও মিলে তোলা তুলছে । আর তার ভাগ পাচ্ছেন না সভাপতি। তাই নিয়ে ওদের মধ্যে যুদ্ধ লেগেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Purba Bardhaman: অফিসেই BDO-কে আইবুড়ো ভাত! গলায় মালা নিয়ে তৃণমূল নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম বিডিওর