পুর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: জুয়াড়ি সেজে জুয়ার ঠেকে হানা পুলিশের। আর হাতেনাতে গ্রেফতার ৮ জন। এছাড়াও উদ্ধার প্রায় ৩০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার কেঞ্জাকুড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই এলাকার পরিত্যক্ত একটি স্থানে তাঁবু করে চলছিল জুয়া খেলার আসর। বিভিন্ন প্রান্ত থেকে আসছিল জুয়াড়িরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধেবেলা বাঁকুড়া সদর থানার পুলিশ হানা দেয় সেখানে। তবে জুয়ারিদের হাতেনাতে ধরতে অন্য পন্থা নেয় পুলিশ। নিজেদের পোশাক না পরে সাধারণ পোশাক পরে জুয়ারি সেজে সেখানে যায় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলার পরই হাতেনাতে ৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও সেই আসর থেকে উদ্ধার করা হয় ২৯৩৬০ টাকা। ১৮টি বাইক উদ্ধার করা হয়েছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও কয়েকজন রয়েছে যারা পলাতক। তাদের খোঁজ চলছে। বাঁকুড়া সদর থানার পুলিশ জানিয়েছে, বাইক করে বিভিন্ন প্রান্ত থেকে জুয়াড়িরা ওই আসরে সামিল হত চলত জুয়া খেলার আসর। ধৃতদের বৃহঃস্পতিবার তোলা হবে বাঁকুড়া জেলা আদালতে। আর কোথাও জুয়ার এমন ঠেক রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


উল্লেখ্য, কিছুদিন আগে অনলাইন জুয়া রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার জন্য সেই জুয়া বা অনলাইন বেটিংয়ের বিজ্ঞাপনের উপরে কোপ বসাচ্ছে কেন্দ্রীয় সরকার।   


কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে (Ministry of Information and Broadcasting) সোমবার ডিজিটাল মিডিয়া প্রকাশকদের কাছে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে নিউজ ওয়েবসাইট, ওটিটি প্ল্যাটফর্ম এবং ব্যক্তিগত স্যাটেলাইট চ্যানেলগুলিতেও একই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা না মানলে নির্দিষ্ট আইনের অধীনে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।


কী নির্দেশ:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলিকে, নিউজ ওয়েবসাইটগুলিকে অনলাইন অফশোর বেটিং প্ল্যাটফর্ম অথবা এমন কোনও পণ্য বা পরিষেবার বিজ্ঞাপনগুলি থেকে বিরত থাকার জন্য কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে।


ডিজিটাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের প্রকাশকদের জন্য একটি পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে মন্ত্রকের তরফে বলা হয়েছে, ওই প্ল্যাটফর্ম থেকে যেন ভারতীয় দর্শকদের জন্য এমন জুয়ার বিজ্ঞাপন না দেখানো হয়।


আরও পড়ুন: তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভায় এবার অনাস্থা প্রস্তাব কংগ্রেসের