পূর্ণেন্দু সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: জল-বিধ্বস্ত বাঁকুড়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু, তিনি ফিরতেই এলাকায় শুরু হয় বিক্ষোভ। 


গ্রামবাসীদের অভিযোগ, সমস্যার কথা মন্ত্রীর কাছে বলতেই পারেননি তাঁরা। বিক্ষোভ নিয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি।


সোমবার বাঁকুড়ার বানভাসি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি এলাকা ছাড়তেই ক্ষোভ উগড়ে দেন ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।


ডিভিসির ছাড়া জলে গত কয়েকদিন ধরে জলমগ্ন ছিল বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। দুর্যোগে ভেঙে পড়ে বহু মাটির বাড়ি। নষ্ট হয় ফসলের ক্ষেত। মানকানালীতে ভেঙে যায় একটি সেতু। এখনও বেশ কিছু এলাকার জল নামেনি। 


সোমবার মানকানালি ও বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের দুর্যোগ কবলিত এলাকা ঘুরে দেখেন সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও খাদ্য প্রতিমন্ত্রী জোত্স্না মাণ্ডি। ডিভিসিকেই দায়ী করেন পঞ্চায়েত মন্ত্রী।  বলেন, ডিভিসির জন্যই এটা হল। কেন্দ্রের পাশে থাকা দরকার ছিল। 


কিন্তু, মন্ত্রী ফিরতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, সমস্যার কথা না শুনেই ফিরে গেছেন মন্ত্রী। 


এই বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। বিজেপি রাঢ়বঙ্গ জোনের আহ্বায়ক পার্থ কুণ্ডু বলেন, কেন্দ্র তো টাকা দেয়। সেগুলো তো কাটমানিতেই চলে যায়। সাধরণ মানুষের সমস্যা থেকেই যায়। তাই বিক্ষোভ। 


যদিও সাফাই দিয়েছে শাসক দল। বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়াল বলেন, জলের মধ্যে মন্ত্রী কীভাবে যাবেন। এদিন, বাঁকুড়া যাওয়ার আগে দুর্গাপুরে যান সুব্রত মুখোপাধ্যায়। ঘুরে দেখেন দুর্গাপুর ব্যারাজ ও তার আশপাশের এলাকা। 


আরও পড়ুন: স্পিডবোটে পরিদর্শন করলেন এলাকা, জলবন্দি ঘাটালের পাশে থাকার বার্তা সাংসদ দেবের


আরও পড়ুন: ‘এটা ম্যান মেড ক্রাইম’, বন্যা পরিস্থিতি নিয়ে ফের ডিভিসি-কে নিশানা মমতার


আরও পড়ুন: বাঁকুড়া পুর এলাকায় ডায়ারিয়া-আতঙ্ক, ৩ ব্যক্তির মৃত্যু ঘিরে আতঙ্ক