পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির। স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে লক্ষ্মীর বান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে দুয়ারে সরকার শিবিরে হাজির হচ্ছেন এলাকার অসংখ্য মানুষ। আর সেখানেই ঘটল বিপত্তি। আচমকা বজ্রাঘাতে অসুস্থ হয়ে পড়লেন শিবিরের লাইনে দাঁড়িয়ে থাকা দশ জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা হাইস্কুলে। অসুস্থ ব্যক্তিদের দ্রুত নিটকবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের যথাযত চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।
জেলায় জেলায় বিভিন্ন শিবির করে চলছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে আসা উপভোক্তা এবং আবেদনকারীদের লম্বা লাইন পড়ছে রোজ। এমনই দুয়ারে সরকার শিবিরের আয়োজন হয়েছিল বাঁকুড়ার এক নম্বর ব্লকের জগদল্লা হাইস্কুলে। স্থানীয় সূত্রে খবর, আর পাঁচটা দুয়ারে সরকার শিবিরের মতো এদিন সকাল থেকে উপভোক্তা থেকে আবেদনকারীদের লাইন পড়েছিল হাইস্কুলের মাঠে। কেউ এসেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জানাতে তো কেউ অন্য সরকারি প্রকল্পের সুবিধা নিতে। শিবির চলাকালীনই আচমকা বৃষ্টি নামে। বৃষ্টির সঙ্গে ওই হাইস্কুলে আচমকা বজ্রপাত হলে অসুস্থ হয়ে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা প্রায় দশ জন ব্যক্তি। অসুস্থ ব্যক্তিদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষকে দ্রুত নিটকবর্তী আচুড়ি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন - Bankura: রাজদরবারে দেড় কোটি টাকায় তৈরি পার্ক পুরসভাকে তুলে দিতে হচ্ছে রাজ পরিবারের হাতে
বর্ষাকাল শুরু হতেই দুয়ারে সরকার শিবিরে নানা অঘটনের খবর পাওয়া যাচ্ছে। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে হাজির হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু আবহাওয়ার কারণে এবং বৃষ্টিতে নাজেহাল অবস্থা হচ্ছে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের। কোথাও বৃষ্টিতে জল জমে নাজেহাল অবস্থা। তো কোথাও বজ্রপাতে আবেদনকারীদের অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন Bankura: জনসংযোগ জোরদার করতে বাঁকুড়ায় শুরু হল 'জনতার দরবার' কর্মসূচি