এরশাদ আলম, বীরভূম: বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে ফের বিজেপিতে (BJP) ভাঙন। প্রধান ও উপপ্রধান-সহ ৬ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় আরও একটি পঞ্চায়েত দখল করল রাজ্যের শাসক দল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 


বছর ঘুরলেই রাজ্যে (West Bengal) পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে লালমাটির জেলায় ফের গেরুয়া ঘরে ভাঙন ধরিয়ে আরও একটি পঞ্চায়েত দখল করল রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)। বীরভূমের মহম্মদবাজারের গণপুর পঞ্চায়েত। ২০১৮-র ভোটে ৭টি-র মধ্যে ৬টি আসনে জিতে এই পঞ্চায়েত দখল করে বিজেপি (BJP)। 

মাত্র ১টি আসনে জিতেছিল তৃণমূল (TMC)। কিন্তু শনিবার মহম্মদবাজারের কর্মিসভায় প্রধান ও উপপ্রধান-সহ ৬ বিজেপি সদস্যই যোগ দেন তৃণমূলে। উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। এই দলবদলের ফলেই বিরোধী শূন্য হওয়ার পাশাপাশি, গণপুর পঞ্চায়েত দখল করল ঘাস-ফুল শিবির। 


মহম্মদবাজার গণপুর পঞ্চায়েতের বিজেপিত্যাগী নেত্রী পূর্ণিমা মণ্ডলের কথায়, বিজেপির (BJP) টিকিটে জিতলেও এলাকায় কাজ করতে পারছিলাম না। তৃণমূল সরকারের উন্নয়নের দিকে তাকিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। 


আরও পড়ুন: Bankura News: বছর তিনেক ধরে নেই কোনও চিকিত্সক, বন্ধ হতে বসেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র


মাস চারেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মহম্মদবাজারের দাপুটে নেতা শুভ্রাংশু চৌধুরী (Subhrangshu Chowdhury)। সম্প্রতি তাঁকে ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে রাজ্যের শাসক দল। তারপর বিজেপিতে (Bjp) ভাঙন ধরিয়ে মহম্মদবাজারের আরও একটি পঞ্চায়েত দখল করল ঘাস-ফুল শিবির। যা নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। 


অনুব্রত মণ্ডলের  (Anubrata Mondal) গড়ে এমনিতেই দুর্বল বিজেপি (BJP)। পঞ্চায়েত ভোটের আগে নিচুতলার ভাঙন ঠেকিয়ে ঘুরে দাঁড়াতে পারবে পদ্ম শিবির? আগামী বছরের ভোটে মিলবে উত্তর। 


আরও পড়ুন: North 24 Parganas : বিবাদ-ধস্তাধস্তির মাঝে মায়ের কোল থেকে পড়ে ৮ মাসের শিশুর মৃত্যু, উত্তপ্ত রাজারহাট