সমীরণ পাল, ব্যারাকপুর: ব্যারাকপুর (Barrackpore) বি এন বোস মহাকুমা হাসপাতালে (BN Bose Sub-Divisional Hospital) চালু হল ৬০ বেডের কোভিড হাসপাতাল (Covid19 Hospital)। এর আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ১২০টি বেডের ছিল। প্রশাসন সূত্রে খবর, ব্যারাকপুর এলাকায় সংক্রমণের হার বেশি হলেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কম। ব্যারাকপুর পুরসভা প্রশাসক উত্তম দাস বলেন, সেই কারণেই আপাতত ৬০ বেডের হাসপাতাল চালু হচ্ছে।
করোনা গ্রাসে গোটা রাজ্য। আশঙ্কা সত্যি করে শেষমেশ আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। সংক্রমণের নিরিখে কলকাতার (Kolkata) পরেই নাম রয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। কলকাতার পিছু নিয়ে, উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ চার অঙ্ক পেরিয়ে গেছে। আর তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে জোর দিচ্ছে প্রশাসন। এদিকে এক সপ্তাহে শুধু বিধাননগর পুর এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ২০০ জন। ব্যারাকপুরে গত তিনদিনে সংক্রমিতের সংখ্যা ৩০। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায়, ফের উত্তর ২৪ পরগনার একাংশে ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন। বিধাননগরের ৪১টি ওয়ার্ড মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা হয়েছে। অন্যদিকে, ব্যারাকপুরের ১৭টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করেছে প্রশাসন। বিধাননগরের যে সমস্ত এলাকা মাইক্রো কনটাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা হয়েছে, সেখানে পুলিশের তরফে করা হচ্ছে সচেতনতামূলক প্রচার।
ব্যারাকপুর পুরসভা (Barrackpore Municipality) সূত্রে খবর, ১৭টি বাড়িতে ৩০ জন সংক্রমিত হয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করে, বাড়ি বাড়ি পোস্টার সাঁটানো হয়েছে। পুরসভার প্রশাসক উত্তম দাস বলেন, “যে এলাকাগুলো কনটেনমেন্টে সেই সব এলাকা স্যানিটাইজ করছি। পুরসভাই সব ব্যবস্থা করছে। ওই বাড়িতে যাতে কেউ না ঢোকে বা বেরোয় তার জন্য পোস্টার দিচ্ছি ওই সব বাড়িতে।’’
আরও পড়ুন: West Bengal Municipal Election: করোনা আবহে পুরভোট পিছনোর আর্জি, মামলার অনুমতি হাইকোর্টের