সমীরণ পাল, বসিরহাট: দীর্ঘদিন ধরে দুর্গন্ধযুক্ত নোংরা পানীয় জল সরবরাহ করা হচ্ছে সরকারের তরফে। এই অভিযোগ জানিয়ে সোমবার এলাকার ব্যস্ততম টাকি রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বসিরহাট (Basirhat) পুরসভা এলাকার বাসিন্দারা। এর জেরে যানজটে আটকে পরে প্রচুর গাড়ি। খবর পেয়ে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় বিক্ষোভকারীদের আশ্বস্ত করে অবরোধ তুলিয়ে নেয়। তবে তাড়াতাড়ি পানীয় জল (drinking water) সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে রাস্তা অবরোধ করার পাশাপাশি আরও বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দেন বিক্ষোভ অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যের হাতে ফেরানো হোক মেডিক্যাল এন্ট্রাস! মোদিকে চিঠি দিয়ে দাবি মমতার


স্থানীয় সূত্রে জানা গেছে, বসিরহাট শহরে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর থেকে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হয়। অভিযোগ, বসিরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে গত কয়েকমাস ধরে নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় জল পাইপ লাইনের সরবরাহ করছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। এই বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি।


আরও পড়ুন: Barasat Lynching:গুজবের জেরে গণপিটুনি ও তার পর কাজিপাড়ার ঘটনার মূল চক্রী কে? হদিস পেল পুলিশ


বাধ্য হয়ে সোমবার বসিরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মহিলারা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে এই অঞ্চলের ব্যস্ততম টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ থামানোর চেষ্টা করে। কিন্তু, বিক্ষোভকারীরা দাবি জানাতে থাকেন, যতক্ষণ পর্যন্ত তাঁরা পরিচ্ছন্ন পানীয় জল পাবেন না ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। পরে পুলিশ দীর্ঘক্ষণ ধরে বোঝানোর পর ও পরিস্রুত পানীয় জল সরববাহ করার বিষয়টি সুনিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করার পর অবরোধ উঠে যায়।


প্রসঙ্গত উল্লেখ্য, পরিস্রুত পানীয় জলের দাবিতে কিছুদিন আগেই একাধিক আন্দোলন হচ্ছিল শিলিগুড়িতে। সেখানে এই বিষয় নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। এখন অবশ্য সেখানকার পরিস্থিতি কিছুটা বদলেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: College Admission Portal: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?