সমীরণ পাল, বসিরহাট: দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভোগার পর প্রয়াত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ শেখ হাজী নুরুল ইসলাম। বুধবার দুপুরে ৬১ বছর বয়সে দত্তপুকুরের বহেরার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাজী নুরুলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রত ফিরতেই সরল কোর কমিটির নেতাদের ছবি ! বীরভূম তৃণমূলে পট পরিবর্তন ?


তিনি টুইট করেন, "আমার গুরুত্বপূর্ণ সহকর্মী, আমাদের বসিরহাটের সাংসদ হাজী শেখ নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন শুনে অত্যন্ত দুঃখ পেলাম। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় একজন সমাজসেবক ছিলেন। পিছিয়ে পড়া অঞ্চলগুলির গরিব মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন। বসিরহাটের মানুষ তাঁর নেতৃত্বের অভাব অনুভব করবেন। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।"


 



আরও পড়ুন: Durga Puja: 'গত বছর যা আলো ছিল, এবার তার থেকেও বেশি হবে', RG Kar আবহে জাঁকজমক উৎসবের ডাক TMC বিধায়কের


২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট থেকে লোকসভা নির্বাচনে জিতে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন শেখ হাজী নুরুল ইসলাম। পরেরবার ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে দাঁড়িয়ে পরাজিত হন। এরপর ২০১৬ ও ২০২১ সালে হাড়োয়া আসন থেকে পরপর দুবার বিধানসভা ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। ২০২৪ সালে ফের তাঁকে বসিরহাট লোকসভা আসন থেকে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। ৪ জুন ফলাফল প্রকাশের পর দেখা যায় বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করে বসিরহাটে জয়ী হয়েছেন শেখ হাজী নুরুল ইসলাম।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar Protest :'নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমে পৌরসভার রোষের মুখে', পুজোর মুখে কাজ গেল রানাঘাটের ২ পৌরকর্মীর