উত্তর ২৪ পরগনা: বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডে (Belgharia Shootout) চাঞ্চল্যকর মোড়। গাড়ি লক্ষ্য করে গুলির পরে আক্রান্ত ব্যবসায়ীকে বিহারের জেল থেকে ফোন করা হয়েছে। এমনই দাবি করলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। তাঁর দাবি, বিহারের জেল থেকে দুষ্কৃতী সুবোধ সিংহ ফোন করেছিল। অজয় মণ্ডলের দাবি ওই দুষ্কৃতী তাঁকে বলেছে, 'আপনাকে বাঁচিয়ে দিয়েছি, মারার হলে শোরুমে ঢুকে মারতাম। আপনাকে মারার জন্য গুলি করা হয়নি, সাবধান করা হয়েছে। ব্যবসা করতে হলে ওর সঙ্গে সমঝোতা করে চলতে হবে।'


শনিবার বেলঘরিয়ার রথতলায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট হয়। বেলঘরিয়ায় ঢুকতেই ওই ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি করে দুষ্কৃতীরা। অভিযোগ, অনেকক্ষণ ধরে ওই গাড়ির পাশে বাইক যাচ্ছিল। তার জনবহুল বিটি রোডের উপর গাড়ি ঘিরে গুলিবৃষ্টি করে পগারপার হয় দুষ্কৃতীরা। ওই ঘটনার পরে ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা হামলাকারীরা। এখনও পর্যন্ত ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ড নিয়ে পরে মুখ খোলেন ওই ব্যবসায়ী। তোলেন তোলাবাজির বিস্ফোরক অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডলের অভিযোগ, 'টিটাগড়ে ২০০ বর্গফুটের দোকান কিনতে হলেও তোলাবাজদের টাকা দিতে হয়। পুলিশকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা দিতে হয় তোলাবাজদের।' তাঁর দাবি, 'ব্যবসা করতে গেলে সমঝোতা করতেই হবে।'


তোলাবাজি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ কর্ণপাত করেনি বলে অভিযোগ করেছিলেন ওই ব্য়বসায়ী। কিন্তু ওই অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, 'আমরা পরবর্তীকালে ওঁর কাছ থেকে জানতে পেরেছি যে ওঁকে তোলা চেয়ে হুমকি ফোন করা হচ্ছিল। উনি কারওর সঙ্গে, থানার সঙ্গে শেয়ার করেননি।'


কী ঘটেছিল সেদিন?
বেলঘরিয়ায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভরদুপুরে জনবহুল বিটি রোডে এক ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা। ওই এলাকা থেকে ঢিল ছোড়া দূরত্বে বেলঘরিয়া থানা। ভরদুপুরে জনবহুল এরকম এলাকায় এই ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।


ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল। বিটি রোডের ওপর একটি গাড়ির শোরুম রয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর ২টো নাগাদ শোরুম থেকে বেরিয়ে ডোমজুড়ের দিকে যাচ্ছিলেন অজয়। রথতলা মোড়ে সিগন্যালে গাড়ি দাঁড়াতেই গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। পুলিশ সূ্ত্রে খবর, গাড়ি লক্ষ্য় করে ৮ রাউন্ড গুলি চালানো হয়। অজয় বলেছিলেন, 'সোজাসুজি দাঁড় করিয়েছিল। ওর বাঁ দিকে একটা বাস ছিল। সামনে থেকে একদম সাঁটিয়ে। আমার তো কাচ বন্ধ ছিল। গাড়িটা একটু ভাল ছিল বলে বেঁচে গেছি। না হলে বাঁচার কোনও জায়গা ছিল না।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ওয়ার্ডে পিছিয়ে TMC, এবার থেকে বিজেপির কাছে যাওয়ার পরামর্শ দিয়ে পোস্টার মালদায়