Bengal Boat History: বাংলা থেকে হারিয়ে যাচ্ছে নৌকো বাইচ খেলা? বাংলার 'বোটম্যান' আগলে রাখছেন 'সাধের তরণী'কে

Bengal Boat History: নৌকো বাইচ খেলার নাম শুনলেই যে এলাকার দৃশ্য আগে চোখে ভেসে ওঠে তা হল কেরল। শুনলে অবাক হতে হয় বাংলাতেও কিন্তু রীতিমতো জাঁকজমক করেই এই বাইচ খেলা হয়।

কলকাতা: তিন ভাগ জলধারায় বহমান অজস্র নদী, যা প্রাণের উৎস,  সংস্কৃতিরও ধারক-বাহক। সেই সংস্কৃতির সঙ্গেই জড়িত নৌকো। তবে শুধু সংস্কৃতি নয়, পুজোপার্ব্বণ থেকে জ্যোতিষেও নৌকোর গুরুত্ব অনেকটাই।

Related Articles